শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, গুজবে কান না দেয়ার আহ্বান

১২ দিন হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ১২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। কয়েকদফা শারীরিক বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে তার।

মাঝে একবার সিসিইউতে ছিলেন বিএনপি নেত্রী। তবে কয়েকঘন্টার ব্যবধানে আবারও ফিরিয়ে আনা হয় কেবিনে। এরমাঝেই শারীরিক নানা জটিলতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয় বেগম জিয়াকে। ১৭ জুলাই হয় তার এন্ডোসকপি। গত দোসরা জুলাই বাসায় ফেরার মাত্র ৬ দিনের মাথায় শ্বাসকষ্ট বেড়ে গেলে আবারও ভর্তি করা হয়েছিলো তাকে। সেই থেকে আছেন এভারকেয়ারেই। সূত্র : সময় টিভি

তবে শুক্রবার থেকে হঠাৎ করেই বেগম জিয়ার শারীরিক অবস্থা ও তার মৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন উঠে। গণমাধ্যমগুলোতে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন শ্রেণিপেশার ফোন দিতে থাকেন। উদ্বেগের সঙ্গে জানতে চান বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। এমন অবস্থায় তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে সময় সংবাদ।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা রয়েছে স্থিতিশীল, আছেন কেবিনেই। গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চান তিনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লিভার, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়