শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৮:২৯ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মান্নার

রিয়াদ হাসান: [২] নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কোটাবিরোধী আন্দোলনের ওপর সর্বোচ্চ বলপ্রয়োগ এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, ছাত্রলীগের ক্যাডার, ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে গুলি করে, পিটিয়ে নৃশংশভাবে এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থীকে হত্যার পর আলোচনায় বসার নাটক করছে সরকার।

[৩] তিনি বলেন, গত রাতে যখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে দুঃখ প্রকাশ করছেন, তখনও ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ক্র্যাকডাউন চলছে। এসব নাটক ছাত্র সমাজ জানে, দেশের মানুষ জানে। 

[৪] বৃহস্পতিবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মান্না।

[৫] নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বুধবার রাতেও যে ইস্যুতে কথা বলার এখতিয়ার নেই বলে জানিয়েছে সরকার এমনকি সরকার প্রধান, সেই ইস্যুতে এখন আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছে সরকার। সারাদেশে ছাত্রদের সাথে সকল শ্রেণিপেশার মানুষ রাস্তায় নেমে সরকারি বাহিনী এবং সরকারি দলের গুণ্ডাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। পুরো দেশ আজ ছাত্র-জনতার নিয়ন্ত্রণে। প্রতিটি হত্যা আরও শক্তিশালী করেছে স্বৈরাচার প্রতিরোধের লড়াইকে। 

[৬] তিনি আরও বলেন, প্রতিটি হত্যার, প্রতিটি রক্তের ফোটার, প্রতিটি আঘাতের হিসাব নেয়া হবে। সবকিছু মনে রাখা হবে। ছাত্রসমাজ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে এতগুলো হত্যার পর, এত আঘাতের পর খুনি সরকারের সাথে সংলাপ সহযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানি। সহযোদ্ধাদের লাশ ডিঙিয়ে তারা সরকারের সাথে কোন আলোচনায় বসবে না। খুনি, নিপীড়ক সরকারের পতন ছাড়া এই অচলাবস্থার নিরসন হবে না। শিক্ষার্থী এবং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না। এই সরকার ক্ষমতায় থাকলে উদ্ভূত পরিস্থিতির কোনও সমাধান সম্ভব নয়।

[৭] প্রধানমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষার্থীরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, বুলেটের সামনে দাঁড়িয়ে, ন্যায্য অধিকারের প্রশ্নে রাজপথে যে বীরত্ব দেখিয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই লড়াইয়ে শিক্ষার্থীদের প্রতি আবারও আমার সমর্থন জানাচ্ছি। সম্পাদনা: সমর চক্রবর্তী

আরএইচ/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়