শিরোনাম
◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৮:১২ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে নিজেদের পতন ডেকে এনেছে: খেলাফত মজলিস

রিয়াদ হাসান: [২] খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, একদিকে আলোচনার কথা বলছে অন্যদিকে গুলি চালাচ্ছে। ছাত্রলীগের সন্ত্রাসী, পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে রক্তপাত ঘটাচ্ছে। ঢাকা, সাভার, মাদারীপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও গুলি চালিয়ে অন্তত ১১ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীকে আহত করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলাকালে ঢাকাসহ সরাদেশে বহু শিক্ষার্থী নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন তারা। এতে অবিলম্বে ছাত্র হত্যা বন্ধের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

[৪] নেতৃদ্বয় বলেন, ঢাকাসহ সারাদেশ আজ রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে। সরকারকে এ খুনের মাশুল দিতে হবে। সরকার ছাত্রলীগকে মাঠে নামিয়ে কোটা সংস্কার আন্দোলকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাত ও ভয়াবহ রক্তপাতের দিকে ঠেলে দিয়েছে। এর দায় সম্পূর্ণরূপে সরকারকে বহন করতে হবে।

[৫] নেতৃদ্বয় আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর গুলি, হামলা, নির্যাতন বন্ধ, গতকাল ১৭ জুলাই ও আজকের হত্যাকাণ্ডে জড়িত খুনীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে হত্যার প্রতিবাদে শুক্রবার সারাদেশে খেলাফত মজলিস ঘোষিত বিক্ষোভ ও দোয়া কর্মসূচী সফলের আহ্বান জানান।

[৬] কর্মসূচি ঘোষণা করে বিবৃতিতে উল্লেখ করা হয়, কোটাসংস্কার আন্দোলনে ছাত্রলীগ-পুলিশের নির্মম নির্যাতন, হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম উত্তর গোইট থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হবে। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়