শিরোনাম
◈ ছিনিয়ে নেওয়া সেই শিশুটি যেভাবে উদ্ধার হল মোহাম্মদপুর থেকে ◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৭:২৪ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, হামলা করে সরকার পার পাবে না: খেলাফত মজলিস

রিয়াদ হাসান: [২] খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত ১ জুলাই থেকে শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তা ন্যায়সঙ্গত।

[৩] তারা বলেন, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী গত রবিবার যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীরা ক্ষোভে আরো ফুঁসে উঠেছে। পাশাপাশি সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে গতকাল দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে।

[৪] মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে গতকাল ও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন নেতৃদ্বয়।

[৫] নেতারা আরও বলেন, আজও দেশের বিভিন্ন এলাকায় পুলিশকে দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালানো হয়। গত দু’দিনে শতাধিক শিক্ষার্থী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ চট্টগ্রামে ২ জন ও রংপুরে ১ জন মেধাবী শিক্ষার্থী নিহত হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশের গুলি ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

[৬] তারা বলেন, অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। ছাত্র হত্যার বিচার করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়