শিরোনাম
◈ জুলাই আন্দোলনের আড়ালে দেশ ধ্বংসের নীলনকশা, আত্মগোপনে থেকে নানকের বিবৃতি ◈ ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাদের পদ পাওয়ার অভিযোগ ◈ ভারতের মিডিয়ার বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার, সতর্ক থাকার আহ্বান  ◈ রাতে মালদ্বীপের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবে  বাংলাদেশ ◈ শ্রীলঙ্কা টি-টেন ক্রিকেটে সৌম্য-সাকিবদের সূচি চূড়ান্ত  ◈ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড ঘোষণা, নেই হোল্ডার ◈ পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ◈ জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না : নতুন প্রস্তাবনা ◈ বিসিবির কোচ হওয়ার অপেক্ষায় থাকি, কর্তৃপক্ষ আমাদের ডাকে না: রফিক ◈ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৭:২৪ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, হামলা করে সরকার পার পাবে না: খেলাফত মজলিস

রিয়াদ হাসান: [২] খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত ১ জুলাই থেকে শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তা ন্যায়সঙ্গত।

[৩] তারা বলেন, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী গত রবিবার যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীরা ক্ষোভে আরো ফুঁসে উঠেছে। পাশাপাশি সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে গতকাল দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে।

[৪] মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে গতকাল ও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন নেতৃদ্বয়।

[৫] নেতারা আরও বলেন, আজও দেশের বিভিন্ন এলাকায় পুলিশকে দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালানো হয়। গত দু’দিনে শতাধিক শিক্ষার্থী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ চট্টগ্রামে ২ জন ও রংপুরে ১ জন মেধাবী শিক্ষার্থী নিহত হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশের গুলি ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

[৬] তারা বলেন, অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। ছাত্র হত্যার বিচার করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়