শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের যেকোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত: ববি হাজ্জাজ

রিয়াদ হাসান: [২] সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল বা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

[৩.১] তিনি বলেন, এ দেশের অনেক অর্জন তরুণ এবং ছাত্রসমাজের হাত ধরে এসেছে। ২০১৮ সালে তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটাপ্রথা সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিহিংসার রাজনীতির কারণে আদালতকে ব্যবহার করে আবার সামনে আনা হয়েছে।

[৩.২] তিনি আরও বলেন, উচ্চ আদালতের রায়ে এক মাসের জন্য স্থিতাবস্থা থাকলেও আমরা চাই সবধরণের বৈষম্যমূলক কোটাপ্রথা চিরস্থায়ীভাবে বিলুপ্ত হোক।

[৪] রোববার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ববি হাজ্জাজ।

[৫.১] এনডিএম চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের তালিকা করা প্রয়োজন। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র কি দায়িত্ব পালন করেছে আমরা সেটা জানতে চাই। নিরপেক্ষ কমিশন গঠন করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় যাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক আছে তাঁদের ব্যাপারে তদন্ত করতে হবে। 

[৫.২] একইসাথে এই কমিশনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী এবং সমাজের অনগ্রসর শ্রেণিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধমে কিভাবে মূলধারায় আনা যায় সেটার কৌশলপত্র প্রণয়ন করতে হবে। সেখানে তাদের জন্য যদি কোন কোটা বরাদ্দ রাখার সুপারিশ করা হয় আমরা মেনে নিব তবে এর মধ্যে মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে কোন কোটা থাকতে পারে না।

[৬] ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে ববি হাজ্জাজ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তথাকথিত ছাত্রদের নিয়ে গঠিত ছাত্রলীগ নামক গ্যাংস্টার বাহিনী এবং প্রশাসন যেভাবে আন্দোলনরত ছাত্রদের হুমকি দিচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন।

[৭] তিনি বলেন, আমরাও নৈতিকভাবে কোটাপ্রথা বিরোধী আন্দোলনের সঙ্গে আছি। ২০১৮ সালেও আমরা এই দাবিতে কর্মসূচি পালন করেছি। এইবার প্রয়োজনে দেশব্যাপী গণস্বাক্ষর আদায়, রোডমার্চ এবং অবরোধের মাধ্যমে আমরা দাবি আদায়ে ভূমিকা রাখব। মনে রাখতে হবে, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ছাড়া জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তি পাবে না। সম্পাদনা; কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়