শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশে কী হয় ◈ বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেফতার-দমনের ঘটনা ঘটেনি ◈ সদ্য শপথ গ্রহণ করা উপদেষ্টা ফারুকীকে অপসারণের দাবিতে জাবিতে বিক্ষোভ ◈ এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন : আসিফ নজরুল ◈ শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে : সার্জিস আলম ◈ ঘুষের ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই ক্লোজড (ভিডিও) ◈ জয় বাংলা স্লোগান দেয়ায় গুলিস্তানে এক নারীকে মারধর, উদ্ধার করল পুলিশ (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন খোদাবক্স চৌধুরী ◈ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৫০ জন গ্রেপ্তার ◈ ৫ বছর বয়সী শিশু মুনতাহা হত্যাকাণ্ড: নেপথ্যে গৃহশিক্ষিকা নাকি অন্য কোনো কারণ?

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারকে কোটা সংস্কারের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সাইফুল হকের 

রিয়াদ হাসান: [২] বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। উচ্চ আদালতের অযুহাত দিয়ে কোটা সংস্কারের ন্যায্য ও যৌক্তিক দাবিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

[৩] রোববার (৭ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

[৪] সাইফুল হক বলেন, কোটা সংস্কারের বিষয়টি কোনো আইনি সিদ্ধান্তের বিষয় নয়, এটা মূলগতভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এ কারণে ২০১৮ সালে ব্যাপক আন্দোলনের মুখে রাজনৈতিক সিদ্ধান্তেই সরকার কোটাব্যবস্থা বাতিল করে দিয়েছিল।

[৫] তিনি বলেন, আন্দোলনকারী ছাত্র তরুণেরা কেউই কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়ার কথা বলেনি, এখনও কেউ বলছেনা। দাবি হচ্ছে স্বাধীনতার ৫৪ বছর পর মুক্তিযোদ্ধা কোটাকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। একইসাথে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা ব্যবস্থাও প্রয়োজনীয় পর্যালোচনা করে পুনর্বিন্যস্ত করা প্রয়োজন।

[৬] বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, চাকরির ক্ষেত্রে মেধা ও যোগ্যতা যে প্রধান বিবেচনা এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা বা বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই। মেধা ও যোগ্যতাকে মানদণ্ড ধরে সমগ্র কোটাব্যবস্থার সংস্কার করা এখন জরুরি হয়ে পড়েছে।

[৭] সাইফুল হক আরও বলেন, ছাত্র তরুণ তথা জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার ছাত্র তরুণদের আন্দোলনের মুখে এরকম নির্বিকার থাকতে পারে না। তিনি সরকার ও সরকারি দলকে জেদ, দম্ভ ও উন্নাসিকতা পরিহার করে দ্রুত কোটাব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা দ্রুত ক্লাসরুমে ফিরতে পারে।

[৮] একইসঙ্গে সাইফুল হক দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতিও নৈতিক সমর্থন ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহার করারও দাবি জানান। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়
-- End Load More Article - // Open popup after a delay }, 2000); // 2-second delay // Close popup function