শিরোনাম
◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ০১:১১ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত রাজনৈতিক ও চীন আমাদের উন্নয়নের বন্ধু: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] প্রতিবেশী দেশ ভারতকে পরিক্ষীত বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭১ সালে সেই রক্তে রাখিবন্ধনে আমাদের এই সম্পর্কে আবদ্ধ। 

[৩] এছাড়া চীন আমাদের কর্ণফুলী ট্যানেলসহ বিভিন্ন উন্নয়নের বন্ধু বলে উল্লেখ করেন তিনি। 

[৪] খালেদা জিয়ার মুক্তিতে বিএনপির জাতিসংঘের সহায়তা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের কথা ইসরায়েলসহ অন্যান্য দেশগুলো কেউ শুনে না। 

[৫] খালেদা জিয়ার মুক্তির বিষয়টা আইনের উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। 

[৬] শনিবার (৬ জুলাই) ৬ জুলাই থেকে ১২ জুলাই সপ্তাহব্যাপী পাহাড়ী ফলে মেলা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি । এতে ২৫টি স্টলে পাহাড়ি ফলের পরসা সাজিয়ে বসেছে বিক্রেতারা। 

[৭] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কয়েকদিন আগে জনসংহতির সভাপতির প্রধান নেতা সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মিলিত হয়েছিলাম এক বৈঠকে। তাকে আমি বলেছি শান্তিচুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, তাকে আমি বলেছি কারণ মূল সমস্যা হলো ভূমি। 

[৮] ল্যান্ড সেটেলমেন্ট প্রবলেম। সবচেয়ে জটিল হচ্ছে এই ভূমি সমস্যা। এর সমাধান এত সহজ নয়। তাছাড়া গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। যেদিকে যাই শুধু উন্নয়ন চোখে পড়ে। 

[৯] পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

[১০] এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান উপস্থিত ছিলেন।

এমএমএল/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়