শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভবিষ্যতে কাজের আশ্বাস জাপান রাষ্ট্রদূতের ◈ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ◈ অবৈধ টাকায় ভোগ-বিলাস এখন ফ্যাশন, এর উৎস কেউ জানতে চায় না: প্রধান বিচারপতি ◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ, সাবেক মেয়রসহ আহত ৭

মনজুরুল ইসলাম, নাটোর: [২] বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরন করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র সহ ইটপাটকেল ও মারধরে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,নাটোর জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সহ অন্তঃত ৭ নেতা কর্মি আহত হয়েছে। 

[৩] আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চু দৃর্বুত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার বেলা ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুর্বৃত্তরা।

[৪] জেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, দলীয় কর্মসুচির অংশ হিসেবে সকালে বিভাগীয় ও জেলার নেতা কর্মিরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। বেলা ১০ টার দিকে সমাবেশ শুরু করলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা এসে তাদের সমাবেশে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ করে। 

[৫] এ সময় তারা দলীয় নেতা কর্মিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপানো শুরু করেন। এতে জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সহ কয়েকজন নেতা কর্মি রক্তাক্ত জখম হয়। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরো কয়েকজন নেতা কর্মি আহত হয়। পূনরায় আওয়ামীলীগ সন্ত্রাসীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়