শিরোনাম
◈ যুক্তরাজ্যে নির্বাচন, লেবার পার্টির নিরঙ্কুশ জয় ◈ স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রধান পরামর্শক হলেন মোস্তাফিজুর রহমান ◈ চতুর্থবারের মতো নির্বাচিত বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ◈ দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৫, আহত ২৭ ◈ টাইব্রেকারে মার্টিনেজের দক্ষতায় আর্জেন্টিনা সেমিফাইনালে ◈ লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের আভাস ◈ পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ◈ সচিব সভায় সম্পদের হিসাব প্রকাশ নিয়ে মতানৈক্য ◈ ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত ◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে ১০ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রিয়াদ হাসান: [২] রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন।

[৩] মঙ্গলবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে বাসার উদ্দেশে রওনা করে সন্ধ্যা ৬টা ৪০মিনিটে ফিরোজায় পৌঁছান তিনি। বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

[৪] হঠাৎ অসুস্থতা বোধ করায় গত ২১ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

[৫] গত ২৩ জুন বিকালে এভারকেয়ার হাসপাতালে এই সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর তাকে সিসিইউতে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।

[৬] খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে তিনটি ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়।

[৭] সাবেক এই প্রধানমন্ত্রী এবার হাসপাতালে ভর্তি হওয়ার পর দলের পক্ষ থেকে তার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারা দেশে তিন দিনের কর্মসূচি পালন করা হচ্ছে। বুধবার (৩ জুলাই) জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়