শিরোনাম
◈ বেড়েই চলেছে যমুনার পানি, ৫ হাজার মানুষ পানিবন্দি ◈ ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান ◈ কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী ◈ পরিবর্তন এখন থেকেই শুরু হলো, প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণে কিয়ার স্টারমার

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ১২:৫৮ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ১৬৬ অবসরপ্রাপ্ত কর্মকর্তার আহ্বান

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ১৬৬ জন সাবেক সরকারি কর্মকর্তা। রোববার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

[৩] বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। 

[৪] বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপারিশের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম বারবার বলছে, তার যে চিকিৎসা দরকার, তা দেশে সম্ভব নয়। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। মেডিকেল টিম বলছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক ও সংকটাপন্ন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাই তাকে সুস্থ করে তুলতে, তার জীবন বাঁচাতে বিদেশে উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসা দেওয়ার বিকল্প নেই।

[৫] বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ইসমাইল জবিউল্লাহ, আবদুল বারী, এ এস এম আবদুল হালিম, আবদুল কাউয়ুম, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, আবদুর রশীদ সরকার, ইকতেদার আহমেদ, কর্নেল (অব.) মুহাম্মদ ইসহাক মিয়া, এ জেড এম জাহিদ হোসেন, বিজন কান্তি সরকার, এ কে এম জাহাঙ্গীর, এ বি এম আবদুস সাত্তার, মকসুমুল হাকিম চৌধুরী, তপন চন্দ্র মজুমদার, আখতার আহমেদ, আবদুজ জাহের, আফতাব হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়