শিরোনাম
◈ স্ত্রী-কন্যাসহ বেনজীরের সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ  ◈ রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, ৩ বোমা উদ্ধার ◈ কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের ◈ পেনশন ‘প্রত্যয়’ নিয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য ও  ব্যাখ্যা ◈ ‘প্রত্যয়’ প্রত্যাহারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী ◈ বিমান থেকে ঝাঁপ দিয়ে গিনেস রেকর্ডসে বাংলাদেশের আশিক ◈ বিকালে বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া  ◈ পশ্চিম বঙ্গে রেশন বন্টন দুর্নীতি মামালায় ৭০ লাখ রুপি ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা ◈ চাকরিসূত্রে সৌদি যেতে প্রতারণা রোধে কাজ করবে যৌথ টাস্কফোর্স: পররাষ্ট্রমন্ত্রী  ◈ আগস্টে বন্যার আশঙ্কা, মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ১১:০৮ রাত
আপডেট : ২৪ জুন, ২০২৪, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জন্য একটি হাসপাতালে জরুরি সাহায্য চেয়ে পাওয়া যায়নি: ডা. জাহিদ হোসেন 

শাহানুজ্জামান টিটু: [২] সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানোর পর রোববার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। 

[৩] তিনি বলেন, আমরা একটি কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং জানার আগ্রহ রয়েছে চিকিৎসক হিসাবে এবং মানুষ হিসাবে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য শুক্রবার রাত দুইটা আট মিনিটে আমি পার্শ্ববর্তী একটি হাসপাতলে এম্বুলেন্সের জন্যে টেলিফোন করেছিলাম। বলেছিলাম, একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য।  কিন্তু সেখান থেকে আমাদেরকে জানানো হয়, হাসপাতালের নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে যদি রোগী ভর্তি না করা হয় তাহলে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া সম্ভব নয়। আমরা দুই অ্যাম্পল ইনজেকশনের জন্য অনুরোধ করেছিলাম ওই হাসপাতালের ডিউটিরত চিকিৎসককে। কিন্তু তারা জানান এটা নাই। অর্থাৎ তাদের হাসপাতালে ভর্তি হলে রোগী সেবা পাবে, অন্যথায় পাবে না। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। 

[৪] সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, তিনটি ব্লক ছিলো, অপসারণ করা হয়েছে। আমি বারবার বলে আসছিলাম, যে কোনও সময় অঘটন ঘটতে পারে। তেমনই পর্যায়ে যাচ্ছিলো গত শুক্রবার রাতে। প্রথমে অস্থায়ী পেসমেকার বসানো হয়, রোববার স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। এখন তিনি মেডিকেল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টার আগে কোনও অবস্থাতেই তার শারীরিক সমস্যা সম্পর্কে এই মুহূর্তে কোন ধরনের কমেন্ট খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়