শাহানুজ্জামান টিটু: [২] জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
[৩] মঙ্গলবার রাত ৯ টার দিকে শিল্পকলা একাডেমীর সামনে তার উপর এই হামলা করা হয় বলে জানা গেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি
[৪] বুধবার রাত নয়টার দিকে শিল্পকলার সামনে নেতা-কর্মীদের সাথে আড্ডা দেওয়ার সময় সশস্ত্র ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা রড-চাপাতি-রামদা-হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে।
[৫] শ্রাবণ জানান, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয়বাংলা শ্লোগান দিয়ে আমার উপর হামলা চালায়।
[৬] বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ।
আপনার মতামত লিখুন :