শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট বর্জনই বিএনপি’র আন্দোলন: এ্যানি

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট বর্জনই হচ্ছে বিএনপি’র আন্দোলন। একটা প্রহসনের নির্বাচন সাত জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এখন সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন (উপজেলা ও ইউনিয়ন) অনুষ্ঠিত হচ্ছে। এতে জনগণের কোন উপস্থিতি নেই, জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

[৩] তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এখন পর্যন্ত বিএনপির কোন দায়িত্বশীল নেতা-কর্মী ভোটে অংশ নেয়নি। আমরা নির্বাচন বর্জন করেছি। জনগন এ নির্বাচনে অংশ গ্রহণ করবে না এবং করেনি।

[৪] শনিবার (১৮ মে) সকালে শহরের গোডাউন রোড এলাকায় পথচারীদের মাঝে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি আরও বলেন, আমরা জনগণকে বলতে চাই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে এ দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একটা কর্তৃত্ববাদী শাষন চালানো হচ্ছে। আমরা ভোটকে বর্জন করেছি, আমরা তার ফলাফল পেয়েছি, এটাই আমাদের আন্দোলন, এ আন্দোলনের মাধ্যমে আমরা সত্যিকারভাবে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই।’ 

[৫] এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, সদর থানা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

[৬] এদিকে বিএনপি’র লিফলেট বিতরণ করে মুল শহরে প্রবেশের সময় পুলিশ দলীয় নেতা-কর্মীদের বাধা দেয়।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়