শাহানুজ্জামান টিটু: [২] ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরে বিএনপির সঙ্গে বৈঠকের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ড. আসাদুজ্জামান রিপন। তিনি জানান, আমার জানা মতে এটা সরকারি সফর। তিনি এর আগেও ঢাকায় এসেছিলেন। কিন্তু ওই সময়ও তিনি কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক করেননি।
[৩] ডোনাল্ড লু’র সফর ঘিরে বিএনপির কোনো প্রত্যাশা বা কোনো বক্তব্য আছে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন; তার কাছে আমাদের কী প্রত্যাশা থাকবে? আমাদের বক্তব্য অত্যন্ত পরিস্কার। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে। গণতন্ত্রের জন্য যে আন্দোলন, যে সংগ্রাম যে লড়াই করছে এজন্য আমার বিশ্বের গণতান্ত্রিক এই দেশগুলো সামিল আছে বলে আমরা বিশ্বাস করি। তাই তাদের কাছে আমাদের আলাদা করে প্রত্যাশা নেই।
[৪] বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ জানান, আমরা যতটুকু জানি তিনি অল্প সময়ের সফরে ঢাকায় আসছেন। তার এই সফর ঘিরে বিএনপির নতুন করে বলার কিছু নেই। তারা তো সবই জানেন।
[৫] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে সফরে আসলো তাতে ইন্টারেস্ট নেই। জনগণই বিএনপির শক্তি । সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উতরে গেছে। কিন্তু সংকট আরো বেড়েছে।
[৬] এদিকে রাজনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা সফরে কোনও রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করবেন না ডোনাল্ড লু। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এসটি/এসবি/এনএইচ
আপনার মতামত লিখুন :