শিরোনাম

প্রকাশিত : ১১ মে, ২০২৪, ০৩:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৪, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হায়দার আকবর খান রনো মারা গেছেন

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো

মারুফ হাসান: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই বামপন্থী নেতা।

সিপিবি'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রনোর মৃত্যুর তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা যায়, গত সোমবার গুরুতর অসুস্থাবস্থায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন।

হায়দার আকবর খান রনো মার্ক্সবাদী এই তাত্ত্বিক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। 

তার জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে দীর্ঘদিন থাকলেও ২০১০ সালে মতভিন্নতার কারণে দলটি ছেড়ে সিপিবিতে যোগ দেন হায়দার আকবর খান। ২০১২ সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর সিপিবির উপদেষ্টা নির্বাচিত হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়