শিরোনাম
◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান ◈ মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী ◈ সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের প্রচার, যা জানা গেল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:৩২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্ত বুয়েটের হাতেই থাকুক: ইসলামী আন্দোলন 

আমিনুল ইসলাম: [২] ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ক্ষমতাসীনদের অপরাজনৈতিক হিংসাত্মক আচরণের শিকার শহীদ আবরার হত্যাকান্ডের পর প্রতিবাদী বিক্ষুব্ধ ছাত্রদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ করতে বাধ্য হয়। ফলে কয়েক বছর বুয়েট ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্ররাজনীতি বন্ধ ছিল। 

[৩] ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, পবিত্র রমজান মাসে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসী তাণ্ডবের মধ্যেই নতুন ইস্যু বুয়েটে ছাত্রলীগ কর্তৃক ছাত্ররাজনীতি চালুর দাবি। ক্যাম্পাসে পূনরায় অপরাজনীতি প্রবেশের আশঙ্কায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিবাদ মুখর, সেই মূহুর্তে  আবার রাজনীতি চালু করার বিষয়ে আদালতের নির্দেশনা মরার উপরে খাড়ার ঘা। বিশেষত: এই নির্দেশনা দেয়ার পূর্বে আবরার হত্যাকাণ্ডের প্রেক্ষাপটসহ সিলেটের এমসি কলেজে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক গণধর্ষণের বিষয়টি আমলে নেয়া উচিত ছিল।

[৪] বুধবার এক বিবৃতিতে বুয়েটের মেধাবী এ শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, যে পরিপ্রেক্ষিতে বুয়েটের ছাত্রছাত্রীরা দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলাদেশের ছাত্ররাজনীতিতে সে প্রেক্ষাপট বদলে যায়নি। ক্ষমতাশীন দলের ক্যাম্পাস কেন্দ্রীক অপতৎপরতার ফলে দলীয় রাজনীতি এখন দুর্বৃত্ত তৈরি করে। এই দুর্বৃত্ত তৈরি করার বিপক্ষেই বুয়েটের শিক্ষার্থীদের বতর্মান অবস্থান। সম্পাদনা: এল আর বাদল

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়