শিরোনাম

প্রকাশিত : ০২ জুন, ২০২২, ০২:২৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২২, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ৪ বাংলাদেশি

৪ জেলে

ফরহাদ আমিন : মিয়ানমারে তিন মাস নয় দিন কারাভোগের পর ৪ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী(বিজিপি)। বুধবার (০১জুন) সকালে মিয়ানমারের অভ্যন্তরে মংডুর টাউনশীপে বিজিবি ও বিজিপির মধ্যে রিজিয়ন পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ৪ বাংলাদেশি জেলেকে বিজিবি কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা জেলেরা হলেন, টেকনাফের সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার রমজান আলী, রেজাউল করিম, আবদুর রহমান ও আরফাত।

ফেরত আসা বাংলাদেশি জেলেরা জানান, নাফ নদীর মোহনায় জাল ফেলে মাছ শিকার করছিল। এসময় হঠাৎ করে অবৈধভাবে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এপার থেকে তাদের ধরে নিয়ে যায়।

টেকনাফ২বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের বিনোদন চিত্র কক্ষে বুধবার সন্ধ্যা এক সংবাদ সম্মেলনে কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম- উস- সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকালে টেকনাফ ট্রানজিট ঘাট থেকে কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিবের নেতৃত্বে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১৬ সদস্যের প্রতিনিধিদল নাফনদী হয়ে জলযানযোগে মিয়ানমারের মংন্ডুর টাউনশীপে রিজিয়ন কমান্ডার পযার্য়ে বৈঠকে যায়।

মিয়ানমারের পক্ষে ১৫সদস্য বিশিষ্ট  প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডুর বর্ডার গার্ড পুলিশ কমান্ডিং অফিসের কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লিউইন। 

সম্মেলনে দীর্ঘ সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়াও  দুই দেশের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের প্রতিনিধি দলের মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশ প্রতিনিধি দল মণ্ডুতে পৌঁছালে মিয়ানমার প্রতিনিধি দল উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিজিবি প্রতিনিধি দলের প্রধানকে বিজিপি কর্তৃক গার্ড অব অনার প্রদান করেন। সম্পাদনা : জেরিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়