শিরোনাম

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২২, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাফ্ফার চৌধুরীর প্রতি ‘সম্প্রীতি বাংলাদেশ’র শ্রদ্ধা নিবেদন

আবদুল গাফ্ফার চৌধুরী

আবু হানিফ: সদ্য প্রয়াত সাংবাদিকতার পথিকৃৎ, একুশের গানের রচয়িতা, সাহিত্যিক ও ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর প্রধান পৃষ্ঠপোষক আবদুল গাফফ্ার চৌধুরীকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি বাংলাদেশ-এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২৮ সেপ্টেম্বর ২০২২ অপরাহ্নে সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি গাফফ্ার চৌধুরীর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান। 

এছাড়া অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দারের নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, ডা. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিট ও অভিষেক ঘোষের নেতৃত্বে ইব্রাহীম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন পর্বে সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মান্নান, আরমো দত্ত এমপি, রেভারেন্ট মার্টিন অধিকারী,অধ্যাপক আ.ব.ম ফারুক, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, সাইফ আহম্মেদ, বিপ্লব পাল, তাপস হালদার,শফিক রেঞ্জার, ধীমান রায়, অনয় মুখার্জী, রাজীব কর, আবু তালেব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়