শিরোনাম
◈ রূপপুর প্রকল্পের ভবন থেকে আবারও রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ◈ মাস্ক পরে বিমানবন্দরে গিয়েছিলেন অভিনেত্রী নিপুণ, লন্ডনে যাওয়ার সময় সিলেট বিমানবন্দরে আটক ◈ রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ◈ দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত (ভিডিও) ◈ সৌদি সরকারের নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না: ধর্ম উপদেষ্টা ◈ ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার ◈ ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে: গার্ডিয়ানের প্রতিবেদন ◈ দিল্লির ‘হাসিনাপ্রীতিতে’ অসন্তুষ্ট খালেদার দল: আনন্দবাজারের প্রতিবেদন ◈ স্বাস্থ্য অধিদফতরের এইচএমপিভি নিয়ে ৭ নির্দেশনা ◈ জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত! (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করলেন সোহেল তাজ, পাত্রী কে? (ভিডিও)

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। গত ২৯ ডিসেম্বর একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন সোহলে তাজ।

আংটি বদলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে―হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন সোহেল তাজ। এ সময় আশপাশে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কড়োতালিতে মুখরিত হয়ে উঠে মুহূর্তটি।

জানা গেছে, কনে আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের একজন ট্রেইনার। দীর্ঘদিন ধরে ফিটনেস নিয়ে কাজ করা সোহেল তাজের ব্যক্তিজীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায় এবার জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।

এদিকে সোহেল তাজের নতুন অধ্যায়ে জড়ানোর ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর মন্তব্যের ঘরে তাকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। অনেকেই অভিনন্দন জানিয়েছেন ফিটনেস সচেতন সোহেল তাজকে।

প্রসঙ্গত, ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। তখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর ২০০৮ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন। ২০০৯ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাজ।

এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। কিন্তু ওই সময় প্রক্রিয়াগত কারণে পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছরের ৭ জুলাই ফের পদত্যাগপত্র পেশ করেন। তখন পদত্যাগপত্র গ্রহণ করা হয় সোহেল তাজের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়