মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমু খাওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর চারিদিকে তোলপাড়। কেউ পক্ষে মন্তব্য করছে তো কেউ বিপক্ষে। ঘটনাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার কালীঘাটের। অনেকেই কলকাতার মতো নিরীহ শহরে এমন সাহসী কাজ দেখে চমকে গেছেন। আবার অনেকে বলছেন ‘প্রকাশ্যে প্রস্রাব, ঘুষ, ধূমপানে সমস্যা না থাকলে চুমুতেও থাকা উচিত নয়।’
এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। স্যোশালে তিনি লেখেন: ‘চুমু পায় ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায় স্নানের সময় গান পায় আদরের পরে সিগারেট পায় পড়তে বসলে ঘুম পায় তেমনই, তাই চুমু পেলে চুমু খাবো যখন যেখানে ইচ্ছে কার বাপের কী?’
পরিচালকের এই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘আমাদের এখানে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ বা শ্লীলতাহানি হলেও কেউ ফিরে তাকায় না। কিন্তু দুজন প্রেমে পড়ে চুমু খেলেই মুশকিল।’
আবার একজনের মন্তব্য, ‘এ দেশে ঘুষ খেলে কথা হয় না। চুমুতে হয়। হায় রে চুমু!’
তেমনই কেউ লিখেছেন, ‘তেমনই হিসু পেলেই হিসু করব, তাই তো?’ আরেকজন লিখলেন, ‘শালীনতা বোধের অভাব। সব জায়গায় সবকিছু করা যায় না।’
শনিবার নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মেট্রো স্টেশনের পিলারের সামনে দাঁড়িয়ে তরুণ-তরুণী চুমু খাচ্ছেন। সাধারণত কলকাতায় এমন চিত্র সচরাচর ধরা পড়ে না। ভিডিওটি পোস্ট করে সে সময় একজন লেখেন ‘কলকাতা সত্যিই লন্ডন হয়ে গেল।’ প্রেমের এমন বহিঃপ্রকাশ ভালো চোখে দেখছেন না শহরের অনেকে।
আপনার মতামত লিখুন :