শিরোনাম
◈ ইন্টারনেট শাটডাউনে বাংলাদেশের ভাবমূর্তি ধুলোয় মিশে গিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত ◈ ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র ◈ ‘জয় বাংলা’ স্লোগান কি নিষিদ্ধ, যা জানা গেল ◈ বিজয় দিবসকে কেন্দ্র করে মোদির দাবির জবাব দেবে সরকার ◈ ভারত থেকে এসেছে আরও ১৯০০ মেট্রিক টন আলু, কেজি পড়েছে সাড়ে ২৮ টাকা ◈ ঘুষ চাইলে দরজা বন্ধ করে যা দেওয়ার দিয়ে দেন: জনপ্রশাসন সচিব (ভিডিও) ◈ ডক্টর ইউনুস, শেখ হাসিনা ও নির্বাচন প্রসঙ্গে যা বললেন ব্রিটিশ এমপি রুপা হক(ভিডিও) ◈ মনে হচ্ছে অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে: জিএম কাদের (ভিডিও) ◈ নারী কর্মকর্তাদের ম্যাডাম ডাকলেও খুশি, আপা ডাকলেও খুশি, সবচেয়ে খুশি হয় আপু : জনপ্রশাসন সচিব(ভিডিও) ◈ ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাত ১ টায় কায়রোর উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যোসাল মিডিয়ায় মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমুর দৃশ্য ভাইরাল, যা বলছেন নেটিজেনরা

মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমু খাওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর চারিদিকে তোলপাড়। কেউ পক্ষে মন্তব্য করছে তো কেউ বিপক্ষে। ঘটনাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার কালীঘাটের। অনেকেই কলকাতার মতো নিরীহ শহরে এমন সাহসী কাজ দেখে চমকে গেছেন। আবার অনেকে বলছেন ‘প্রকাশ্যে প্রস্রাব, ঘুষ, ধূমপানে সমস্যা না থাকলে চুমুতেও থাকা উচিত নয়।’

এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। স্যোশালে তিনি লেখেন:  ‘চুমু পায় ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায় স্নানের সময় গান পায় আদরের পরে সিগারেট পায় পড়তে বসলে ঘুম পায় তেমনই, তাই চুমু পেলে চুমু খাবো যখন যেখানে ইচ্ছে কার বাপের কী?’

পরিচালকের এই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘আমাদের এখানে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ বা শ্লীলতাহানি হলেও কেউ ফিরে তাকায় না। কিন্তু দুজন প্রেমে পড়ে চুমু খেলেই মুশকিল।’

আবার একজনের মন্তব্য, ‘এ দেশে ঘুষ খেলে কথা হয় না। চুমুতে হয়। হায় রে চুমু!’

তেমনই কেউ লিখেছেন, ‘তেমনই হিসু পেলেই হিসু করব, তাই তো?’ আরেকজন লিখলেন, ‘শালীনতা বোধের অভাব। সব জায়গায় সবকিছু করা যায় না।’

শনিবার নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মেট্রো স্টেশনের পিলারের সামনে দাঁড়িয়ে তরুণ-তরুণী চুমু খাচ্ছেন। সাধারণত কলকাতায় এমন চিত্র সচরাচর ধরা পড়ে না। ভিডিওটি পোস্ট করে সে সময় একজন লেখেন ‘কলকাতা সত্যিই লন্ডন হয়ে গেল।’ প্রেমের এমন বহিঃপ্রকাশ ভালো চোখে দেখছেন না শহরের অনেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়