শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, জনগণ ছাড়া রাষ্ট্র গঠন সম্ভব নয়। সব স্থানে জনগণের মতামত নিতে হবে। রাষ্ট্রের সব স্তরে সংস্কার করতে হবে।

আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে জানিয়ে তিনি বলেন, একটা হলো গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা হলো সরকার নির্বাচন। আগে রাষ্ট্র গঠনের নির্বাচন, পরে সরকার নির্বাচন। এই রোডম্যাপ না মানলে ভয়াবহ বিপদে পড়তে হবে। তবে এ সরকারকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল ছাড়া আমাদের চলবে না। কিন্তু লুটপাট করা রাজনৈতিক দলের কাজ নয়। তাই রাজনৈতিক দলগুলোর আগামীর বাংলাদেশকে সুন্দর করে গঠন করার একটি প্রস্তাবনা দেওয়া দরকার। কিন্তু তারা কোনো প্রস্তাবনা দিচ্ছে না।

ফরহাদ মজহার বলেন, আমরা এত রক্ত দিলাম, অভ্যুত্থান হলো। কিন্তু দিন শেষে শেখ হাসিনারই সংবিধান পেলাম। এই সংবিধান এখনও কী করে থাকে? যাদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে, তারা মূলত প্রেসিডেন্টের উপদেষ্টা। আর এই প্রেসিডেন্টকে শেখ হাসিনা নিয়োগ করে গেছে। তাকে একজন ফ্যাসিস্ট নিয়োগ করেছে। উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়