শিরোনাম
◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদ উত্তীর্ন ঔষধ সেবনে কন্যা শিশুর মৃত্যু ; দোকানী পলাতক

মোস্তাফিজ : রাজধানীর সবুজবাগে মেয়াদ উত্তীর্ন ঔষধ খেয়ে এক নাদিয়া খাতুন নামে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নন্দিপাড়া দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় ফার্মেসী দোকানীর কথা মতো ঔষধ সেবনের পর অসুস্থ তা বেড়ে গিয়ে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে ঐ অবস্থায় তাকে পুনরায়  সেই ফার্মেসীতে পুনরায় নিয়ে গেলে, তাদের কথা মতো মুগদা হাসপাতাল নিয়ে যান।  সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঢামেক মর্গে শিশুটির বাবা দিনমজুর মো: নাসির জানান এ-সব তথ্য। 

তিনি বলেন, গত ৩১ আগষ্ট বাচ্চা টা একবার বমি করে। পরে ঠিক হয়ে যায়। আর কোন সমস্যা হয় নি। তিনি বলেন, পরদিন রোববার (১,সেপ্টেম্বর) আমি কাজে চলে যাই।

বেলা আনুমানিক বারোটার দিকে মেয়ে টা আবার বমি করে, বিষয়টি আমাকে ফোনে জানায় আমার স্ত্রী (শিশুর মা) রিপা আক্তার। 
পরে তাকে বলি বাড়ির পাশে একটি ফার্মেসী আছে সেখানে গিয়ে শিশুটির সমস্যার কথা বলে ঔষধ নিয়ে আসতে। তারা ঐ দোকানে যায়। শিশুটিকে দেখিয়ে বমির করার কথা বললে, সেই দোকান থেকে তিন টি সিরাপ দেয়। একটি বমির, একটি এন্টিবায়োটিক ও একটি ভিটামিন সিরাপ। এবং ঐ সিরাপের গায়ে লিখে দেয় তিন টা থেকে এক চামিচ করে খাওয়াতে। 

দোকানীর কথা মতো মেয়েটিকে  ঔষধ খাওয়ার পর সে বেশি অসুস্থ হয়ে পরে, একপর্যায় খিচুনি হয়ে নিস্তেজ হয়ে পরে। পরে ফামের্সী হয়ে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক বলেন, শিশুটিতো আগেই মারা গেছে। 

তিনি বলেন, আমরা বাসায় যাই। সেখানে গিয়ে দেখতে চাই কি ঔষধ খাওয়ানো হয়েছে। পরে দেখা যায় ভিটামিন সিরাপ টির মেয়াদ ২৩ সালেই শেষ হয়ে গেছে।  আর ঐ ঔষধ সেবনের কারনেই আমার মেয়ের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি  ফার্মেসীর দোকানীর  বিচার দাবি করেন। 

এদিকে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম, মিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রোববার দিবাগত রাতে ঢামেক মর্গে পাঠান। পাশাপাশি মেয়াদ উর্তিন সিরাপ জব্দ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়