শিরোনাম
◈ ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা ◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৪, ০৩:০১ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৪, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন লাগার বিভিন্ন কারণ থাকলেও দুটি কারণে আগুন ছড়ায় বেশি 

রহমান শেলী

রহমান শেলী: বেইলি রোডের আগুনের সূত্রপাত নীচ থেকে। এই পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। বেশির ভাগই আগুনে শরীর পোড়া নয়। তাতে ধারণা, যারা ভেতরে ছিলেন, তারা ধোয়ার কুন্ডলিতে সাফোকেশনে মারা গিয়েছেন। আগুন লাগার বিভিন্ন কারণ থাকলেও দুটি কারণে আগুন ছড়ায় বেশি। আগুনে পোড়া বিভিন্ন ঘটনাস্থলে গিয়ে আমার উপলব্ধি। 

[১] আগুন লাগার সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার না করলে বা না জানলে বা অন্য উপায়ে আগুন বন্ধ করা না হলে। [২] ভেতরে ইন্টেরিয়রে প্রচুর কাঠ বা মেলামাইন ব্যবহার করা। যা সহজে এক মাথায় আগুন লাগলে সব জায়গায় ছড়িয়ে যায়। আর এসব কাঠে একধরনের ক্যামিকেল ব্যবহার করে। যা আগুনকে পুড়তে সাহায্য করে। কী করা যায়? সকল নাগরিকের জরুরি বিষয়গুলো গুরুত্ব দিয়ে নিজ থেকে প্রশিক্ষণ নেওয়া। অথবা সরকার আইন করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। স্কুল ক্যারিকুলামে কিছু প্রশিক্ষণ সংযুক্ত করা যেতে পারে। দুই এক জায়গা আসলেও পর্যাপ্ত বয়।

বাসা বাড়ি দোকানে ইন্টেরিয়রে আগুন পুড়ে দ্রুত ছড়ায় সেসব জিনিস ব্যবহার না করা। খুবই ছোট একটা প্রশিক্ষণ। ফায়ার এক্সটিংগুশারের মাথার পিনটা টেনে খুলে চাবিতে টিপতে হবে। তাতে গ্যাস বের হবে। চোখের সামনে থাকলেও তা করি না বা শিখি না আমরা। পরিবর্তন দরকার মন মানসিকতার। আগুন লাগে। ঘটনাস্থলে আমরা আসি। অনুসন্ধান হয়। তদন্ত হয়। কিন্তু শিক্ষা নিই কয়জন? লেখক: SP, PBI, Dhaka Metro South

  • সর্বশেষ
  • জনপ্রিয়