আজিজুর রহমান আসাদ: ইসলাম, ইসলামী মৌলবাদ, রাজনৈতিক ইসলাম এই পার্থক্য শুধু শব্দের নয়। এই পার্থক্য রাজনৈতিক বোধের, মানুষের প্রতি সংবেদনশীলতা ও ধর্মসন্ত্রাসের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ। এই পার্থক্য যদি করতে না পারেন, তাহলে আপনি নিজেই সাম্প্রদায়িক, মৌলবাদ ও জঙ্গিবাদের সহায়ক। হতে পারে আপনি আস্তিক বা নাস্তিক। মুসলমান বলেও বাস্তবে কিছু নেই।
আছে সাম্প্রদায়িক মৌলবাদী মুসলমান, আছে উদারনীতিক সেক্যুলার মুসলমান, আছে আধ্যাত্মিক সুফি মুসলমান, আছে কালচারাল মুসলমান। এই পার্থক্য যদি না বুঝেন, সেটা আপনার অজ্ঞতা। সাম্প্রদায়িক মৌলবাদী মুসলমানের ধর্মান্ধতা ও ধর্মসন্ত্রাসের জন্য আপনি অন্য মুসলমানদের যখন দায়ী করেন, তখন সেটা আপনার অজ্ঞতা নাহয় আপনি সাম্প্রদায়িক। শব্দ বদলান, দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি নিজেও সাম্প্রদায়িকতা মুক্ত হবেন। লেখক: গবেষক
আপনার মতামত লিখুন :