শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ০২:১২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান শান্তনু: দুই দিনের যোগীও সাংবাদিকদের শেখায় ‘ভাতকে অন্ন বলতে’!

হাসান শান্তনু: ভারতের যেসব গণমাধ্যম আর্ন্তজাতিক মানরক্ষার দিকে খেয়াল রেখে সাংবাদিকতা করছে, সেসব গণমাধ্যমের প্রশ্নে প্রায়ই আসে। সংস্কৃতি, সিনেমাসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমানদের বেলায়। যাদের বাবা আগে থেকেই কোনো অঙ্গনে প্রতিষ্ঠিত। বলিউডে অভিষেক বচ্চনের শুধু যাত্রার দিকেই নয়, তিনি প্রতিষ্ঠিত হওয়ার পরও প্রশ্নটার মুখোমুখি হতে হয়েছে। অমিতাভ বচ্চনের মতো মেগাস্টার বাবা হওয়ায় অভিষেকের বলিউডে প্রতিষ্ঠা সহজ হয়েছে কিনা, সুবিধা পেয়েছেন কিনা ইত্যাদি। দক্ষিণ ভারতের সিনেমার দর্শকনন্দিত এক অভিনেতাকে শ্বশুর অভিনেতা রজনীকান্ত হওয়ায় সুবিধা পাচ্ছেন কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের মুখোমুখি হতে হয় কয়েকদিন আগেও। আর্ন্তজাতিক সাংবাদিকতার মানরক্ষার দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সাংবাদিকরাও প্রতিষ্ঠিত বাবা-মায়ের উঠতি ছেলে-মেয়েদের ওই প্রশ্ন করে থাকেন। প্রয়াত হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন বাবা-চাচার নামের অলিখিত একটা সুবিধা মানুষের কাছ থেকে পেয়েছেন, এটা সত্য। 

এ সত্যের নিরিখে ঐশ্বরিয়া-অভিষেক, কারিনা-সাইফ আলির সন্তান জন্ম নেওয়ার পরই তাদের নামের সঙ্গে একধরনের ‘স্টারইজম’ যোগ হয়ে যায়। সন্তানদের প্রতিভা বিচার পরে। অভিনেত্রী শাবানা আজমি প্রতিভা প্রকাশের আগে বাবা উর্দু কবি ও গীতিকার হওয়ায় একধরনের সুবিধা পেয়েছেন। দেশের একটি টিভি স্টেশনের উপস্থাপিকার প্রশ্নে নুহাশের রাগ ঝাড়া অবশ্যই তার অপরিপক্বতা। একটা সময় থেকে বাবার প্রতি নুহাশের ‘রাগ, ক্ষোভ’ ছিল, সেটা তার ব্যক্তিগত। হয়তো সেই ‘রাগের ভিত্তিতে’ তিনি উত্তর দিয়ে থাকতে পারেন। উপস্থাপিকার ওই প্রশ্ন ঘুরেফিরে নুহাশের বাবার প্রতি সম্মানের। এ ধরনের প্রশ্নে সেলেব্রিটির সন্তানরা সাধারণত খুব গৌরবের সঙ্গে উত্তর দিয়ে থাকেন। এতে নিজের জন্মদাতার প্রতি সম্মান জানানো হয়। প্রশ্নটা স্বাভাবিকভাবে স্বীকার করে নেওয়ার পরিপক্কতা নুহাশ এখনো শিখতে পারেননি। ওই অনুষ্ঠান ঘিরে আমাদের কেউ কেউ উপস্থাপিকার প্রতি অবিচার করছি। আমরা বলছি, উপস্থাপিকার প্রশ্নটা হালকা গোছের হয়ে গেছে। এটা মোটেও ঠিক নয়।

আমাদের মতো দেশের টিভিতে সিনেমার পরিচালকের ‘ভারিক্কি গোছের’ সাক্ষাৎকার নেওয়ার সুযোগ তেমন নেই। সেই মানের সিনেমা, পরিচালক, দর্শক- তিনটিরই অভাব আছে। পড়াশোনা  করে প্রস্তুতি নেওয়া হলে সেসব প্রশ্নের উত্তর অনেক পরিচালক দিতে পারবেন না। দেলোয়ার জাহান ঝন্টুরা কী বলতে বা ভাবতে পারেন- সেটা সাংবাদিকদের জানা আছে। নুহাশ চিন্তা-চেতনার দিক থেকে তাদের চেয়ে আলাদা হলেও তার ‘বুদ্ধিজীবী গোছের’ সাক্ষাৎকার কজন দেখবেন? টিভি চ্যানেলের বেশিরভাগ অনুষ্ঠানের বেলায় ‘গবেষণাগিরির’ চিন্তা থাকে না। কীভাবে অনুষ্ঠান সহজে উপস্থাপন করে বেশি দর্শকের কাছে পৌঁছানো যায়, সেই চিন্তাই মুখ্য থাকে। টিভির সব দর্শক একইরকম চিন্তা করতে পারেন না। যারা পত্রিকা পড়তে পারেন না, অক্ষরজ্ঞান নেই, তাদের কাছে পত্রিকা পৌঁছাতে না পারলেও টিভি সহজেই পৌঁছে যায়। বিষয়টি টিভির অনুষ্ঠান নির্মাতাদেরকে খেয়াল রাখতে হয়। জাতিগত বৈশিষ্ট্যের দিক থেকে আমরা খুব অসহনশীল হয়ে উঠছি। নুহাশের প্রতিক্রিয়া এরই প্রতিফলন। কোথাও আক্রমণাত্মক প্রশ্ন না থাকলেও আমাদের উত্তর আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। সাংবাদিকরা চিরকালই ‘কেষ্ট ব্যাটা’, সব ‘দোষ’ তাদেরই। দুইদিনের যোগীও সাংবাদিকদেরকে শেখায় ‘ভাতকে অন্ন বলতে’। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়