শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ০২:০৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: রেলের অনলাইনে কাটা টিকিটের প্রিন্টআউট কেন আবার স্টেশন থেকে নিতে হবে

আরিফ জেবতিক: লাঞ্ছনা-গঞ্জনায় অভ্যস্ত আমাদের জীবন, তাই রেলের টিকিট নিয়ে যে ধুন্দুমার অমানবিক কাজকর্ম চলছেÑ সেটিতে আমরা গা লাগাচ্ছি না। একটি টিকিটের জন্য মানুষ আগের রাত থেকে গিয়ে স্টেশনের মেঝেতে শুয়ে আছে, একবিংশ শতাব্দীতে এই দৃশ্যকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয়। এ বিষয়ে কথাবার্তা বলা জরুরি। মানুষের মর্যাদা আছে, তাঁকে সেই মর্যাদা দিতে হবে। একটু সদিচ্ছা থাকলেই এই হয়রানি অনেকখানিই কমিয়ে আনা যায়। অনলাইনে টিকিট পাওয়া যায়, কিন্তু সেই টিকিট পাওয়াও চ্যালেঞ্জিং। টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ‘সহজ’ এর এক বদমাশকে গ্রেফতারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, কালোবাজারিরা অনলাইনের টিকিটেরও একটা বড় অংশ দখল করে নিয়েছে। এখানে টেকনিক্যাল সমস্যাটা কী, কীভাবে এই সুযোগ তৈরি হলো সেটা দেখতে হবে। অনলাইনে কাটা টিকিটের প্রিন্টআউট কেন আবার স্টেশন থেকে নিতে হবে, সেটা আমি বুঝতে পারিনি। আপনি অনলাইনে টিকিট কেটে সরাসরি যেকোনো এয়ারলাইনে ফ্লাই করতে পারবেন, জাহাজে চড়তে পারবেন, বাসে চড়তে পারবেন, তাহলে রেলে চড়তে হলে কেন আবার লাইনে দাঁড়িয়ে রেল থেকে প্রিন্টআউট নিতে হবে- এটা কেউ ব্যাখ্যা করছে না।

এটার কোনো প্রয়োজনীয়তা আমি দেখিনি। যে কেউ প্রিন্টআউট নিয়ে, এমনকি এসএমএস দেখিয়ে সাথে নিজের এনআইডি দেখিয়েই ভ্রমণ করতে পারা উচিত। এনআইডি নম্বর আর নাম টিকিটে উল্লেখ থাকলে সেটি যথেষ্ট। রেলের অন্তত ৯০ শতাংশ টিকিট অনলাইনে দিয়ে দেওয়ায় সমস্যা কী? বিশেষ করে আন্তঃনগর ট্রেনের টিকিট। অনেকেই বলবেন যে আমাদের লেখাপড়া না জানা লোকজন সমস্যায় পড়বেন। কিন্তু আমরা যদি অনলাইনে নিবন্ধন করিয়ে কোটি কোটি মানুষকে কোভিড ভ্যাক্সিন দিতে পারি, হাতে হাতে স্মার্টফোন দিয়ে যদি একেবারে গ্রামেগঞ্জের মানুষও টিকটকে নাচানাচি করতে পারে, তাহলে অনলাইনে টিকিট কাটতে পারবেন না, এরকম মানুষ খুব বেশি হওয়ার কথা নয়।

তাঁঁদের জন্য স্টেশনে ১০ শতাংশ টিকিট থাকল। সুরক্ষা অ্যাপ খুব ভালোভাবেই কাজ করছে, একই ভাবে ওটিপি ও এনআইডি সমন্বয়ে রেলের টিকিট ইস্যু করাও সম্ভব। সবার আগে প্রয়োজন মানসিকতা ঠিক করা। সাধারণ মানুষের দুর্ভোগ হয়রানি কমিয়ে আনার নিয়ত থাকলে কোনো না কোনো গ্রহণযোগ্য সমাধান অবশ্যই বেরিয়ে আসবে। আর সেটার জন্যই আমাদের কথাবার্তা বলতে হবে। না হলে আমাদের রাতের পর রাত স্টেশনে একটা টিকিটের জন্য দাঁড় করিয়ে রাখার মানসিকতা থেকে কর্তাব্যক্তিরা মুক্ত হবে না। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়