শিরোনাম
◈ কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্য, তা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব: বদিউল আলম মজুমদার ◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৩, ০২:২৮ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৩, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোশ্যাল রিয়েলিটির সুড়ঙ্গ’ এবং বাংলা সিনেমার বাণিজ্যিক ভবিষ্যৎ

মাসুদা ভাট্টি

মাসুদা ভাট্টি: বাংলাদেশে বাণিজ্যিক সিনেমার বাতি নিভে গিয়েছিলো নব্বইয়ের দশকেই। কাটছাট করে মিলেনিয়ামের শুরুর দশকে যা হয়েছে তা আসলে সিনেমা কিনা তা নিয়ে নানাজনে নানা অভিমত দিয়ে থাকেন। দেশি সিনেমায় আমি এখনো ববিতা/রাজ্জাক/অঞ্জুু ঘোষে আটকে আছি। ফলে নতুন সিনেমা নিয়ে কথা বিশেষ বলি না কখনো।

যেমন বাজেট তেমন ছবি, কিংবা যেমন পরিচালক তেমন ছবি, এসব কথার কাল পেরিয়ে হঠাৎই বাংলা সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়, এই কিছুদিন হলো। হল নেই, হল নেইÑ মানুষের বিনোদন নেই এরকম হাহাকারের মধ্যে তরুণ পরিচালকেরা বাংলা সিনেমা নিয়ে বাজি ধরতে শুরু করেন, তাও কিছুদিন হয়। রায়হান রাফিও নিশ্চয়ই তাদের মধ্যে একজন, সুড়ঙ্গ’র মতো একটি গল্প নিয়ে নাটকের অভিনেতা/অভিনেত্রীদের নিয়ে সিনেমা বানানো বাজি ধরা বৈকি। কিন্তু তিনি বাজিতে উতরেই গেছেন বলতে হবে। বাণিজ্যিক ছবি হিসেবে সুড়ঙ্গ সফলতা পাবে এবং পাচ্ছে বলে দর্শকদের আলোচনা থেকেই টের পাওয়া যায়। 

প্লট হিসেবে সাধারণ, কিন্তু এই সময়ের ‘সোশ্যাল রিয়েলিটি’ বা সামাজিক বাস্তবতা হলো প্রবাসী শ্রমিকের নানাবিধ ভোগান্তিজাত অপ্রিয়। কিন্তু অত্যন্ত নিষ্ঠুর ‘রিয়েলিজম’। গোটা দেশের দেড় কোটি প্রবাসী শ্রমিকের ক্ষেত্রে একইরকম ঘটনা না ঘটলেও অনেকের ক্ষেত্রেই যে এটা ঘটে বা ঘটতে পারে তাতে সন্দেহের কিছু নেই। মানব মন, মানব শরীর, লোভ-লালসার রূপ ও প্রকাশ সর্বত্র একইরকম, এদেশও তার বাইরে থাকার কথা নয়।

বলিউডে এসব বাস্তবতা নিয়ে সিনেমা তৈরি হয়ে গেছে বহু আগে, বাংলাদেশ পেছনে পড়ে ছিলো, রায়হান রাফি বিষয়টি নিয়ে গল্প লিখে তাকে আবার সিনেমার ভাষাতেও ভাষান্তর করেছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। গল্পের বহু ডালপালা নেই, এক রৈখিক গল্প দু’জনকে ঘিরে কিন্তু গল্প বলা এবং অভিনয়গুণে একে বেশ টান টান অপেক্ষার সিনেমা বানানোর কৃতিত্ব পরিচালক, অভিনেতা সকলের। আরফান নিশোর নাটক দেখে ভালো লেগেছিলো। কিন্তু সিনেমার মতো বড় ক্যানভাসেও তার অভিনয়ে উপস্থিত দর্শক হতাশ হননি। তমা মির্জাও বেশ, খল চরিত্র হলেও তার জন্য দর্শকের একটু মায়াও বোধহয় লাগে। পরীক্ষামূলক কিংবা ফেস্টিভ্যালের সিনেমা নয়, সুড়ঙ্গ দেশের সিনেমা হলের জন্য, দেশি দর্শকের জন্য বানানো বাণিজ্যিক সিনেমা। বিস্তর ত্রুটি উল্লেখ করা যায়। কিন্তু তাতে বাংলা ছবির বাণিজ্যিক ভবিষ্যৎকেই আক্রমণ করা হবে, সেটা আর না করি। দেখতে পারেন, সুড়ঙ্গ, প্রাপ্তবয়স্ক বাঙালি দর্শক হিসেবে খারাপ হয়তো লাগবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়