শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৩:১৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব দায়িত্বই যদি বউয়ের হয়, তাহলে স্বামীর দায়িত্ব কী!

আকতার বানু আল্পনা

আকতার বানু আল্পনা: বিয়ের পরে শ্বশুরবাড়ির সব খারাপ কাজের দায়-দায়িত্ব অত্যন্ত সযত্নে বাড়ির বৌয়ের ঘাড়ে তুলে দেওয়া হয়। যেমন, স্বামী রোগা হলে তার দায় বৌয়ের। কারণ নিশ্চয়ই বৌ স্বামীকে ঠিকমতো খেতে দেয় না। স্বামী মোটা হলে তার দায়ও বৌয়ের। কারণ বৌ স্বামীকে বেশি বেশি খাওয়ায়। বৌ মোটেই স্বাস্থ্য সচেতন না। স্বামীর মাথায় চুল কমে গেলে তার দায়ও বৌয়ের। কারণ বৌ এতো বেশি প্যারা দেয় যে, স্বামীর মাথার চুলই পড়ে যাচ্ছে। স্বামী হিসাবী হলে বৌয়ের দোষ। কারণ বৌ কিপটা। স্বামীকে খরচ করতে দেয় না। 

স্বামী খরচ বেশি করলে সেটাও বৌয়ের দোষ। কারণ বৌ নিশ্চয়ই  উড়নচণ্ডী বা হাভাতে স্বভাবের। সে স্বামীকে পথে বসাতে চায়। স্বামীর অসুখ করলে বৌ ঠিকমতো যত্ন করে না। স্বামী পরকীয়া করলে নিশ্চয়ই বৌ খারাপ। স্বামীর চাহিদা মেটাতে পারেনি বা ভালোবাসেনি। তারপর বাচ্চা হলে বাচ্চাদের সব দোষও বৌয়ের। যেমন, বাচ্চা দুষ্টু হলে বৌ আদব শেখায়নি। বাচ্চা রেজাল্ট খারাপ করলে বৌ ঠিকমতো দেখেনি/পড়ায়নি। বাচ্চা রোগা হলে খাওয়ায়নি, মোটা হলে বেশি খাইয়েছে। ইত্যাদি মিত্যাদি।

অনেকে বলতে পারেন, সব দায়িত্বই যদি বৌয়ের হয়, তাহলে স্বামীর দায়িত্ব কী? বৌয়ের কী কী দ্বায়িত্ব পালন করা উচিত ছিলো, তা মনে করিয়ে দেওয়া এবং কেন সে দ্বায়িত্বগুলো ঠিকমতো পালন করেনি, তার কৈফিয়ত তলব করা। ওফ্ মাগো। কী বিরাআআআট দায়িত্ব। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়