মঞ্জুরে খোদা টরিক: সেদিন এক সাংবাদিক বললো কে বলেছে, দেশে বাকস্বাধীনতা নেই, কতো কিছু লেখা হচ্ছে, কই কেউ তো কিছু বলছে না, বাধা দিচ্ছে না। ভাইরে, সরকার আপনার চুলকানির আলাপে বাধা দেবে না। কারণ আপনি তাদের লাইনেই ছিলেন। সেটা বাদ দিয়ে যেই আপনি মাছ-গোসের আলাপে গেছেন তখন সব স্বাধীনতা নাই হয়ে গেছে। কিছু কথা আছে তা খুব সাধারণ হলেও আগ্নেয় অস্ত্রের মতোই মারাত্মক। লাখো মানুষের মিছিলও সে প্রভাব তৈরি করতে পারে না। তেমনি এক শব্দ উচ্চারিত হয়েছে শামসুজ্জামানের কলমে। তখনি রাষ্ট্রেীয় বাহিনী অন্ধকারে নেমে পড়েছে। শামসুজ্জামানের যে পরিচয়টি জেনে বড় ধাক্কা খেয়েছি, সেটা হচ্ছে তার বড়ভাই সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম গুলশান হলি আর্টজানের জঙ্গি দমনে নিহত হয়েছেন।
তার মানে সে দেশের প্রতি দায়িত্ব পালনকারী এক আত্মত্যাগী বীরের ছোটা ভাই। এমন এক পরিবারের সন্তান হয়েও সে এতটুক সহানুভূতি পেলো না। আর পুলিশ তাঁদের সাবেক সহকর্মীর মায়ের ছোটভাইকে মধ্যরাতে তুলে নিয়ে গেলো, কিন্তু জানলো না কোথায় তার সন্তান...? কার কাছে মানবতা, ন্যায়বিচার আশা করবো? তবু বলে যাই। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও রিপোর্টার শামসুজ্জামান বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলার প্রত্যাচার ও শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি চাই। লেখক ও গবেষক
আপনার মতামত লিখুন :