শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০২:৫৮ রাত
আপডেট : ২০ মে, ২০২২, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেয়ারবাজার, ফটকা ও নুডলস বিক্রেতা!

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: জাতিসংঘের চাকরি ছাড়ার পর (১৯৯৩) আমার হাতে ৩-৪ লাখ টাকা আসে। এরই মধ্যে আমি বিবিসিতে কাজ শুরু করি। আমার বন্ধু হাসানের কথায় আমি শেয়ার মার্কেটে নিয়োগ করি আইপিওর মাধ্যমে। আমি ব্যাংকারের ছেলে, কীসের মধ্যে কী একটু বুঝি তাই যখন যা চেয়েছিলাম তাই পেলাম আমার সন্দেহ হয়। দুই তিনটা অ্যাপলাই করে একই অবস্থা। ওদের জিজ্ঞাসা করলাম, ওরা নয়-ছয় উত্তর দেয়। পরে কোম্পানিকে অনেক ঝামেলায় পড়তে হয়। 

[২] এই অবস্থায় মতিঝিলে যাতায়াত শুরু করলাম আর কয়েকটা রিপোর্ট করলাম। দেখলাম একেবারে অজ্ঞ মানুষ, অনেকে গ্রামে থেকে এসেছে, কিচ্ছু বোঝে না, শেয়ার কিনছে। এই অবস্থায় এক জুনিয়ার ছেলেকে বললাম, সব বিক্রি করে দিতে। ও দেরি করেছিল ক্র্যাশ করে মার্কেট। তবে লোকসান হয়নি, লাভও না। [৩] অনেকে শেষ হয়ে যায়। শেষে মনে হয়েছিলো একমাত্র মেধাবী মানুষ ছিলো এক নুডলস বিক্রেতা যে ৩ গুণ দামে ফেরেশতা -ফকির- শয়তান সবাইকে খাইয়ে, লাভ করে অন্য ধান্দায় চলে যায়। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়