শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০২:৫৫ রাত
আপডেট : ২০ মে, ২০২২, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের একমাত্র বিদেশি বীরপ্রতীক

বাংলাদেশের নাম শুনলেই উত্তেজিত হয়ে পড়তেন ওডারল্যান্ড

অজয় দাশগুপ্ত

অজয় দাশগুপ্ত: নতুন প্রজন্ম, এমনকি পুরনো প্রজন্মেও মুক্তিযুদ্ধ নিয়ে কতো বিভ্রান্তি। শেখ হাসিনা আসার আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের কাজ ছিলো দুটো। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও পাকি ভাবধারার পুনর্বাসন। অথচ ইতিহাস কোনো ভাঙা দালান, মাটি খুঁড়ে তুলে আনা দেহ কিংবা ধূসর ছবি কিছু না। কাল মার্ক্স জানতেন, ইতিহাস মানুষের নির্মাণ। স্বামী বিবেকানন্দের ভাষায়,মানুষ ই ইতিহাস। এই মানুষটি আমাদের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁকে ধরে নিয়ে যায় নাৎসী বাহিনী। ক্যাম্পে থাকার কারণে তিনি জানতেন কাকে বলে অত্যাচার। পালিয়ে গিয়ে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন।  দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন হিটলার বাহিনীর বিরুদ্ধে। এই শিক্ষা ভোলেননি ডাচ তথা নেদারল্যান্ডের এই নাগরিক।

একাত্তরে তিনি ছিলেন ঢাকা বাটার সিইও। বড় পদের বড় কর্তা হবার সুবাদে পাকিদের বন্ধু। নিয়াজীর সাথেও পরিচয় যোগাযোগ ছিলো তাঁর। সে পরিচয় কাজে লাগিয়ে নিজ অভিজ্ঞতার আলোকে বাঙালির পাশে দাঁড়ান ডাচ-অস্ট্রেলিয়ান। 

গেরিলা যুদ্ধের শিক্ষা দেন তাদের। নিজেও জীবনের ঝুঁকি নিয়ে লড়াই  করেন। দু’বার ফোনে কথা বলার সৌভাগ্য হয়েছিল। তিনি তখন সিডনি থেকে হাজার হাজার মাইল দূরে এ দেশের আরেক শহরে শেষ শয্যায়। বাংলাদেশের নাম শুনলে উত্তেজিত হয়ে পড়তেন বলে কথা বলা বারণ। তারপরও বহুকষ্টে মন গলিয়েছিলাম তাঁর স্ত্রীর। একমাত্র সন্তান কন্যা এ্যনিকে দেখেছি। যাকে তিনি বলতেন, বাংলাদেশ ইজ মাই মন। এ ভালোবাসার মানুষটি একমাত্র বিদেশি বীরপ্রতীক। আমার গর্ব আমি তাঁর দেশ তাঁর প্রয়াণভূমি ক্যাঙারুর দেশে থাকি। প্রয়াণ দিনে প্রণাম হে  মুক্তিযোদ্ধা ডাব্লু এস ওডারল্যান্ড। স্যালুট বস। ১৮ মে ছিলো তার প্রয়াণ দিবস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়