শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০২:৫৩ রাত
আপডেট : ২০ মে, ২০২২, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মর্যাদা ও ভদ্রতা

ব্রাত্য রাইসু

ব্রাত্য রাইসু: মর্যাদা সব সময়ই হায়ারার্কিক্যাল। উঁচু থেকে নিচুতে কমতে থাকে। সাধারণ মানুষে আইসা মর্যাদার আর্জি অবলুপ্ত হওয়ার কথা ছিলো। কিন্তু হয় নাই। কারণ আরো নিচে ছোটলোকরা আছে। ওইখানে মর্যাদা আর খেলা করে না। ছোটলোকদের মর্যাদার দাবিও নাই। মর্যাদা থাকলে আবার ছোটলোক হয় নাকি। অর্থাৎ ছোটলোকরা ওইভাবে ‘সাধারণ মানুষ’ও না। [২] যেইখানে মর্যাদার বাক্স ‘উচ্চশ্রেণী’র মর্যাদা নস্যাৎ করার সামাজিক ও ভাষাগত রাজনীতিতে আমরা সক্রিয় সেইখানে সাধারণ মানুষের জন্যে মর্যাদা চাওয়ার একটাই অর্থ স্থিতাবস্থা বজায় রাখতেছি আমরা। 

সাধারণ মানুষের মধ্যে জমিদারি চৈতন্যের বিস্তার ঘটাইতেছি। পারস্পরিক মর্যাদাবোধ বইলা কিছু হয় না। মর্যাদা সব সময় উপরের দিকে ধায়। পারস্পরিক হয় ভদ্রতাবোধ। ভদ্রতাবোধকে মর্যাদাবোধ বলা চলে না। মর্যাদার বিকল্প হিসেবে সমাজে চালু আছে অতি ভদ্রতা। কুৎসিতভাবে আছে। অতি ভদ্রতা হইলো মর্যাদার কঙ্কাল। ছোটলোকের স্মৃতিতে শায়িত দাস্যজনিত মর্যাদাবোধ অতি-ভদ্রতায় রূপান্তরিত হয়। জমিদারের অভাবে ভদ্রলোকরেই মর্যাদা জ্ঞাপনে প্রলুব্ধ হয় অন্য ভদ্রলোক। ছোটলোকরে অপমান না করবার অর্থ ‘মর্যাদা দান’ নয়। ব্রাত্য #রাইসু ২৭/১০/২০১৬ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়