শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১৬ মে, ২০২২, ০২:৪০ রাত
আপডেট : ১৬ মে, ২০২২, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াত যতোই আন্দোলন করুক, সরকার ফেলতে পারবে না

মনজুরুল হক

মনজুরুল হক: [২] বিএনপি-জামায়াত যতোই ‘ঈদের পর তীব্র আন্দোলন’ করুক, সরকার ফেলতে পারবে না। কারণ দরবেশবাবা, মুর্শিদবাবা, দয়ালবাবা, ফকিরবাবা, চরাঞ্চলবাবা, জলপাইবাবাদের কৃপায় ব্যাপারিসমাজ এই সরকারকে আরও চার প্রজন্ম রাখতে চাইবে। চাইবে না-ই বা কেন? এমন ছাপ্পড় ফেড়ে কে খেতে দিয়েছে?

[৩] সরকার/প্রশাসন-ব্যাপারিসমাজের অদ্ভুত এক ফাঁসগিট্টু আছে। অদ্ভুত সেই টারমিনোলজি! দিনক্ষণ মেপে ব্যাপারিসমাজ স্ক্রুপ কোনো আইটেম বাজার থেকে নাই করে দেবে। হু হু করে দাম বাড়বে। কয়েক হাজার কোটি টাকা গেলার পরে মিডিয়ার প্যানপ্যানানিতে পাবলিকের হা-হুতাশে সরকারের টনক নড়বে। সরকার শুল্ক-ভ্যাট প্রত্যাহার করবে, টিসিবি ট্রাকে একটু কমে বিক্রি করবে। পাবলিক আশ্বস্ত হবে- আহা! আমাদের সরকার কত্ত জনদরদী! ততোদিনে ব্যাপারিসমাজের টাকা পাচার হওয়া সারা। ৮টা প্রতিষ্ঠানও পাচার ঠেকাতে পারবে না।

[৪] ‘দুষ্ট’ ভারত শুক্কুরবার থেকে গম রপ্তানি বন্ধ করেছে নিজেদের বাজারে সাপ্লাই স্বাভবিক রাখতে। খাদ্য সচিব আশ্বস্ত করেছেন ১ লাখ টন গম মজুদ আছে, তার পরও আমরা হ্যান দেশ-ত্যান দেশ থেকে আনব...নো প্রব।

[৫] ধরে নিন আটা ৬০/৭০ টাকা হলো বলে (এখন ৫০ টাকা)। ‘এপাছ-ওপাছ দেখা যায়’ এমন পরোটা ২৫ টাকা হবে। যে ব্যাপারীদের স্টকে গম আছে তারা সরকার আর মোদী কাকুর ফটোতে আগরবাতী জ্বালাবে...। আহা! ঠিকঠাক সময়ে কাক্কু এক্সপোর্ট বন্ধ করেছে। সয়াবিনের লাভ ঘরে তুলতে না তুলতে গমের মওকা!

[৬] পাদটীকা: এই ব্যাপারিসমাজ সরকারের নেক নজরে থেকে কিংবা সরকারকে প্যাঁচ কষে যতো সুযোগ-সুবিধা বের করে নেয় তা ইলন মাস্ক শুনলে এখানে চলে আসত গাট্টি-বোচকা নিয়ে। [৭] ব্যাপারিসমাজ চাকুরেসমাজ ছড়িঘোরানোসমাজের দোয়ার বরকতে এই সরকার আরও চার প্রজন্ম থাকুক। ইনুস সাব তো পথ দেখিয়েই দিয়েছেÑ হাড়হাভাতেগুলোর চামড়া খুলে নিলেও টু-শব্দ করে না। 

[৮] ‘ঈদের পর তীব্র আন্দোলন...’ বিএনপি-জামায়াতের এই টাটকা মেনে জনগণও বলবে, ‘আমরা হাশরের ময়দানে এদের বিরুদ্ধে তীব্র নালিশ জানাবো, দেইখা লমু...’! লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়