শিরোনাম
◈ বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ (ভিডিও) ◈ সারজিস আলমের চ্যালেঞ্জ, কড়া জবাব দিলেন রাশেদ খান ◈ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স ◈ টাই‌ব্রেকা‌রে আবাহনীকে হারিয়ে ফেডা‌রেশন কাপ জিত‌লো বসুন্ধরা কিংস ◈ বৃটেনে আসছে নতুন আইন: যৌন অপরাধে দণ্ডিতরা হারাবে থাকার অধিকার ◈ কাশ্মীরের পেহেলগাম ইস‌্যু‌তে পা‌কিস্তা‌নের সা‌বেক দুই হিন্দু - মুসলমান ক্রিকেটা‌রের কথার লড়াই চল‌ছে  ◈ অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ (ভিডিও) ◈ এবার বড় সুখবর মাদরাসা শিক্ষকদের জন্য  ◈ শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ নতুন করে আসা লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২, ০১:১০ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২২, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গরিবি গল্প’, ‘ক্লিশে’ এবং ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

ব্রাত্য রাইসু

ব্রাত্য রাইসু: ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার কথা কইতে গিয়া কিছু সমালোচক সিনেমাটারে ‘গরিবি গল্প’ ও ‘ক্লিশে’র অভিযোগে অভিযুক্ত করছেন। ‘ক্লিশে’ ও ‘পশ্চিম’ নিয়া দীর্ঘ কথা বলার সুযোগ আছে। সে নিয়া পরে কোথাও কইব। [২] আপাতত ‘গরিবি গল্প’ নিয়া বলি। ‘গরিবি গল্প’ টার্মটাই সমস্যাজনক। যেন সিনেমায় গরিব থাকতে পারবে না। মধ্যবিত্ত জীবনের গল্প যখন বলে সেইটারে তো কেউ আলাদাভাবে মিডলক্লাস গল্প বলে না। কারণ তারা ধইরাই নিছে সিনেমা জিনিসটাই মিডল ক্লাসের। সিনেমা= মিডল ক্লাস। হাঃ হাঃ।

‘ক্লিশে’ ধারণা তৈরি হয় একটা ক্লাস বা বর্গ সেই বিষয়ে ত্যক্ত বিরক্ত হইয়া যাওয়ার পরে। ক্লিশে বইলা যেই অভিব্যক্তি বা অবজ্ঞা প্রকাশ করা হয় তার মধ্যেও আছে সিনেমা হইতে হবে অনলি সেই বর্গ বা ক্লাসের রুচির সঙ্গে খাপ খাওয়ানো সিনেমা। যেই জিনিস এক ক্লাসের কাছে ক্লিশে, অন্য ক্লাসের সেইটাই হয়তো সৌন্দর্য বা ইসথেটিকস। তবে কোনো একটা ক্লাস নিশ্চয়ই তার নিজের ক্লাসরে কেন্দ্র কইরা গল্প উপন্যাস সিনেমা তৈরি করতে ও অন্যের গল্প উপন্যাস সিনেমারে সমালোচনা ও অবজ্ঞা করতে পারে। সেইটা একান্তই ক্লাসনির্ভর নির্মাণ ও সমালোচনা।

সেক্ষেত্রে সেই স্রষ্টা ও বর্ণনাকারীর আগে নিজের রুচি ও ক্লাসগত অবস্থানের কথা বইলা নেওয়া ভালো। যে আমি এই অবস্থান থিকা জগৎ ও সিনেমা বিচারে নামছি। [৩] ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমায় অবশ্যই কোনো ‘গরিবি গল্প’ নাই। কারণ এইখানে পরিচালক মিডল ক্লাসের চোখ দিয়া কিছু দেখতেছেনও না, দেখাইতেছেনও না।

এই জিনিসটা মিডল ক্লাস সিনেমা সমালোচকরা ভুইলা গিয়া পরিচালকরে তাদের ভাই বেরাদর ভাইবা নিছেন। পরিচালক অবশ্যই মিডল ক্লাস বর্গের মানুষ। কিন্তু নিজের মিডল ক্লাস পরিচয়রে কেন্দ্র বা মূল ভাইবা তিনি ছবি বানান নাই। তার দর্শক হিসাবে আপনি মিডল ক্লাস যেমন থাকতে পারেন, গরিব, ছোটলোক বা আপনার যারা আদার তারাও থাকতে পারেন। এই ভিন্ন ভিন্ন নন্দনতাত্ত্বিক বোধসম্পন্ন মানুষের জন্যে যখন সিনেমা বানাইবেন তখন মিডল ক্লাস রুচিবান বুদ্ধিজীবীর ‘ক্লিশে’ বা ‘গরিবির গল্প’ নামক একটি মাত্র ভিউ পয়েন্টরে গুরুত্ব দেওয়াটা পরিচালক হিসাবে আপনার জন্যে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তবে ‘গরিবির গল্প’ জিনিসটা তো থাকতেই পারে।

যেই ‘গরিবির গল্প’ সমালোচক প্রবররা একদমই করতে রাজি না, কিন্তু সেই রকম কোনো গল্প আছে বইলা মনে করেন সেইটাই তো গরিবির গল্প। তেমন ‘গরিবি গল্প’ চাইলে সত্যজিৎ রায় বা মৃণাল সেনে পাওয়া যাবে। যেখানে ‘গরিবি’ গল্পকে ‘মধ্যবিত্ত স্বচ্ছলতা’র গল্পের সঙ্গে তুলনীয় ভাবে হাজির করা হয়। সিনেমা: কুড়া পক্ষীর শূন্যে উড়া। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়