শিরোনাম

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০৪:০৪ সকাল
আপডেট : ১৩ মে, ২০২২, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: আরও অন্ধকার হওয়ার আগেই আমরা আমাদের শিশু-কিশোরদের বিকাশের পথ তৈরি করি

শরিফুল হাসান

শরিফুল হাসান: ‘ঢাকা শহরে খেলার সুযোগ কম। শিশুরা ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। বাবা-মায়েদের প্রতি অনুরোধ, কিছু সময়ের জন্য যেন শিশুরা খেলতে পারে, এমন ব্যবস্থা করতে’।- জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলা প্রধানমন্ত্রীর এই কথার সাথে একমত পোষণ করছি। তবে আমার একটা কথা আছে। এই যে নদী-নালা, মাঠ-ঘাট সব দখল করে আমরা যেভাবে ভবনের পর ভবন করছি তাতে আমাদের বাচ্চারা খেলবে কোথায়? আচ্ছা, এই শহরে বাবা-মায়েরা খেলতে নিয়ে যাবে এমন মাঠ বা স্থান খুব বেশি আছে কি? এমনকি যে স্কুল কলেজে আমরা বাচ্চাদের পাঠাই সেখানেও কি খেলার মাঠ আছে? এই যে শিশুরা ফার্মের মুরগি তার দায় কি আমাদের নেই? আচ্ছা, কেন সরকার এমন আইন করতে পারে না যে মাঠ না থাকলে শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন পাবে না। আবাসিক এলাকা গড়তে হলে মাঠ থাকতেই হবে।

নগর পরিকল্পনায় প্রত্যেকটা এলাকায় অন্তত একটা মাঠ তো থাকা উচিত। এগুলো বাস্তবায়নের দায়িত্ব কার? আমি মনে করি মাঠ সমস্যা সমাধানের দায়িত্ব নিতেই হবে। কারণ আমাদের সবার মনে রাখা উচিত শিশু-কিশোরদের বিকাশের জন্য মাঠ খুব জরুরি। আর সেই ব্যবস্থা রাষ্ট্র ও সরকারসহ সম্মিলিতভাবে আমাদেরই করতে হবে। নয়তো ঘরে ঘরে ফার্মের মুরগির দায় আমাদেরই নিতে হবে। কাজেই চলুন ভবিষ্যতে আরও অন্ধকার হওয়ার আগেই আমরা আমাদের শিশু-কিশোরদের বিকাশের পথ তৈরি করি। লেখক: অভিবাসন কর্মসূচি প্রধান, ব্র্যাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়