শিরোনাম

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০৩:৫৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২২, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফুজ্জামান তুহিন: নারী বিষয়টি অর্থনীতির চেয়ে জটিল?

আরিফুজ্জামান তুহিন: মানুষের প্রাত্যহিক চর্চার মধ্যে নারী চর্চা অনেক বেশি সময় ধরে থাকে। বন্ধুদের বলতে শুনি, নারীর মন ঈশ্বরও বোঝে না। আচ্ছা, ঈশ্বর না হয় নারীর মন বোঝে না, কিন্তু তিনি কী প্যালেস্টাইনে খুন হওয়া সাংবাদিক শিরিনের মন বোঝেন? ও, শিরিন তো আবার নারী। কিন্তু তিনি প্যালেস্টাইনে খুন হওয়া হাজার হাজার পুরুষের মন বোঝেন? বা ভারতের মোদিজির মন বোঝেন? ঈশ্বর কী পুঁজিবাদের দুনিয়াজুড়ে অস্ত্রের ব্যবসা আর নিরিহ মানুষের রক্ত খুন বোঝেন? বুঝলে বুঝুক না বুঝলে লাল চা খাক। 

নারী বিষয়টি খোদ উচ্চশিক্ষিত এলিটরাই ট্রলের বিষয়ে হাজির করেন তখন বেশ ক্লিশে লাগে। লেখক ও প্রবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসান গত ১০ মে ‘কুইট উইমেন মুভমেন্ট’ নামে একটা লেখা পোস্ট করেছেন। সেখানে তিনি সিরিয়াসলি নারীদের সঙ্গ ত্যাগ করলে পুরুষরা সুখে থাকবে এমন বয়ান দিয়েছেন। উনি বহু আবজাব লিখেছেন। তার মধ্যে একটামাত্র কৌট করছি। উনি লিখেছেন, ‘মেয়েরা কর্মক্ষেত্রে ভালো। কিন্তু নারী সহকর্মী হচ্ছে, মাইনপাতা ভূমি। কথা বললে ভাববে হ্যাংলা, না বললে ভাববে আনকার্টিয়াস। কখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস ঠুকে দেয়; খোদাও জানে না। আর দক্ষিণ এশিয়ার অবদমিত পুরুষের যে নারীলোলুপতা, কবিদের যে নারী পূজা, গায়কের যে আহাজারি; নারী উঠে বসেছে বিরাট এক হীরক রাণীর আসনে।’

মেয়েরা কথায় কথায় সেক্সুয়াল হ্যারাজের অভিযোগ করে? ফেইক অভিযোগ যে হয় না সেটা বলছি না। কিন্তু হরেদরে সবাই ফেইক অভিযোগ করে? এই না হলে ব্যাটাগিরি? ক্ষমতায় যে থাকে সে নারী না পুরুষ এটা কোনো বিষয় না, নিরুঙ্কুশ  ক্ষমতার অপব্যহার যে কাউকে স্বৈরাচারি করে তোলে। হিটলার তো নারী ছিল না, মুসোলিনও নারী না, মোদিজিও নারী না, এরদোয়ান নারী, পুতিন নারী না, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নারী না। এভাবে নারী ও পুরুষে ভাগ করে কেউ দুনিয়ার শাসন ব্যাখ্যা করে? পুরুষদের কাছে মায়ের চেয়ে ভালো নারী নেই, আর বউয়ের চেয়ে খারাপ নারী নেই। অথচ মা ও বউ দুজনই কারো না কারোর মা। সে কারণে আমরা মায়ের মতো ভালো প্রেমিকা খুঁজি আর নিজের সন্তানের মাকে দুনিয়ার আবর্জনা মনে করি। লেখক: সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়