শিরোনাম

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০১:৩৮ রাত
আপডেট : ১৩ মে, ২০২২, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুব্রত বিশ্বাস: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কোপে মানুষের বেঁচে থাকাই দায়

সুব্রত বিশ্বাস: বাড়তে বাড়তে ভোজ্য তেল দাম এমন জায়গায় পৌঁছেছে যে, তেল এখন বিলাসিতার সমান। চাল, ডাল, ভোজ্য তেল থেকে শুরু করে সব কিছুরই দাম এখন আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধির কোপে পড়ে সাধারণ মানুষের বেঁচে থাকাই দায়। দাম এতোটা অস্বাভাবিক হারে বাড়ল কেন?

পাম তেলের অন্যতম প্রধান সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল পাম তেল রপ্তানি বন্ধ করে দেয়। এপ্রিলে বিশ্ববাজারে তেলের দাম ২২ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং প্রতি মেট্রিক টন তেলের দাম রেকর্ড ১৪৯৭ ডলার পর্যন্ত উঠেছে। এপ্রিলের শেষ দিকে তেলের দাম ছিলো ১৯১৯ ডলার। তবে প্রতি মেট্রিক টন ১৯১৯ ডলারে কেনা তেলের সাথে জাহাজভাড়াসহ নির্ধারিত অন্য খরচ যোগ করলে বাংলাদেশে লিটার প্রতি ১৯৮ টাকা নির্ধারণ অযৌক্তিক হয়নি বলেই মনে করেন... গবেষক।ৎ

এক লিটারে ৪০ টাকা কেমনে বাড়ে। আমরা তো আর বিশ্ববাজার বুঝি না। পরিবারের আয় রোজগার বাড়েনি। এমনিতে সবকিছুর দাম বাড়তি গত কয়েক মাস। এর মধ্যে তেলের দামের এই অবস্থা,সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এখানে মনিটরিং ব্যবস্থা দুর্বল। আমদানি করা তেল যেন বাজারে থাকে এবং মানুষ যেন পায় সেটা প্রতিটি পর্যায়ে নজরদারির মাধ্যমে সরকারকে নিশ্চিত করতে হবে। একই সাথে দ্রুততর সময়ে পণ্য বাজারে আনাও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে সয়াবিন তেল মূলত আমদানি করা হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে। কিন্তু সেখানে খরার কারণে উৎপাদন কম হয়েছে। ফলে রাতারাতি বেড়েছে সয়াবিনের দাম। সূর্যমুখী তেলের অন্যতম উৎস রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ায় উন্নত দেশগুলো সূর্যমুখী তেলের সংকট দেখা দিয়েছে। লেখক: ব্যবসায়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়