শিরোনাম

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ১২:৫৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২২, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামাল পাশা চৌধুরী: আমাদের সবগুলো মন্ত্রণালয় ব্যক্তি মালিকানায় দিয়ে দিই!

কামাল পাশা চৌধুরী: চট্টগ্রাম থেকে ক্রমাগত ফোন পাচ্ছি এক সময়ের আন্দোলন-সংগ্রামের সাথীদের কাছ থেকে। বিষয়: পতেঙ্গা সৈকত ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আমাকেও তারা অংশ নিতে বলছেন। আমি ডিসি সাহেবকে ফোন করলে তিনি বললেন, সাম্প্রতিক বিশ্বে ব্যক্তি মালিকানাই এখন অগ্রগতির প্রধান কৌশল। আমিও তাঁর সাথে একমত হলাম। একসময় আমরা ‘পুকুর চুরি’ বলে একটা কথা বলতাম, এখনও সেখানেই আটকে থাকলে তো চলবে না, সময়  বদলেছে, এখন যদি আমরা এক পা অগ্রসর হয়ে ‘সাগর চুরি’ না করতে পারি তবে কীসের অগ্রতি আর উন্নয়নের চাপাবাজি? তাই আমি অনেক মাথা খাটিয়ে একটি উন্নয়নের নতুন ফর্মূলা প্রণয়ন করলাম। তাহলো, এই আধা-খেচরা কাজ না করে আমরা এখন পূর্ণাঙ্গ ব্যক্তি মালিকানা পদ্ধতিতে চলে যাই। আমাদের সবগুলো মন্ত্রণালয় ব্যক্তি মালিকানায় দিয়ে দিই। যেমন-বেক্সিমকোকে অর্থ মন্ত্রণালয়, কনকর্ডকে পর্যটন, বেঙ্গল বা এস্তেশিয়াটিককে সংস্কৃতি, ট্র্যান্সকমকে তথ্য, এইরকম আর কি। আমরা তবে সব রকম রাজনৈতিক জুট-ঝামেলা থেকে বেঁচে যাই। গুণীজনরা চিন্তা করে দেখবেন। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়