শিরোনাম

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ১২:৪৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২২, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিকুজ্জামান ফিলিপ: এখন কেমন বোধ করছেন? আমরা কি শ্রীলঙ্কা হয়ে গেলাম!

আতিকুজ্জামান ফিলিপ: শ্রীলঙ্কার ভয়ানক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যারা বাংলাদেশকে শ্রীলঙ্কার অবস্থায় কল্পনা করে অনাবশ্যক উত্তেজিত হচ্ছেন কিংবা যারা শ্রীলঙ্কার পরিস্থিতিতে অতিমাত্রায় আহ্লাদিত হয়ে বাংলাদেশের বর্তমান সরকারকে ফেলে দেওয়ার দিবাস্বপ্ন দেখে বেলুন ফুলাচ্ছেন, তাদের উভয়েরই বেলুন ফুটে করে উত্তেজনা প্রশমন করে দেওয়ার মতো একটা খুশির খবর বলি। শোনেন- আমরা সবাই জানি, এতোদিন ধরে দেশের পণ্য রপ্তানি খাতকে একাই টেনে নিয়ে যাচ্ছিলো তৈরি পোশাকশিল্প। মাত্রই রপ্তানি উন্নয়ন ব্যুরো যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে দেরিতে হলেও পোশাকের পর এবারই প্রথম একসঙ্গে তিনটি খাত- হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ১ বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছেছে। এগিয়ে আসছে আরও একটি খাত- পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও বিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে। এখনো দু’মাস বাকি থাকতেই এই রপ্তানিখাতে এবার যে আয় হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

এই অর্থবছর শেষে যে আয় হবে সেই টাকার পরিমাণটা কতো তা যদি বুঝাতে চেষ্টা করি তাহলে বলা যায় যে মাত্র একবছরের এই আয় দিয়েই প্রায় দু’টি পদ্মা সেতু বানিয়ে ফেলা যাবে। আজ আরও একটি ভালো খবর আছে। শুধু রপ্তানি বা রেমিটেন্স সংগ্রহের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ালেই হবে না, বরং তা খরচের বেলায়ও আমাদের সতর্ক ও সাবধানী হতে হবে। তাই বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করার এবং কম গুরুত্বপূর্ণ আমদানিনির্ভর প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন কেমন বোধ করছেন? আমরা কি শ্রীলঙ্কা হয়ে গেলাম? ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়