শিরোনাম
◈ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি ◈ বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ◈ দুই বিলিয়ন পাউন্ডে ১ লাখ আসনের স্টেডিয়াম নির্মাণ করবে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০২:১১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকলের জন্য নিশ্চিতভাবেই অপেক্ষা করছে ভয়ঙ্কর এক আগামী!

আর রাজী

আর রাজী: কে বা কারা তাতে কিছুই যায় আসে নাÑযদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতেই থাকে, তাহলে সে বা তারা অনিবার্যভাবে নষ্ট হবেই, স্বৈরাচার হয়ে উঠবেই। এই স্বৈরাচারী শাসকরা যাই করে তার লক্ষ্য থাকে নিজের বা নিজেদের আরও আরও দীর্ঘকাল ক্ষমতাসীন রাখা। নিজ রাষ্ট্রজনদের বিরুদ্ধে হেন ষড়যন্ত্র নাই যা তারা করে না। এমনকি জোর বা কৌশল করে ক্ষমতায় থাকা এই স্বৈরাচারেরা রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে, বাধিয়ে দিতে পারে ভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ। 

অধিকাংশ ক্ষেত্রে এই স্বৈরাচারেরা বিপ্লব, বিদ্রোহ, উপল্লব বা অভ্যূত্থানে বিদায় নিতে বাধ্য হয়। বিদায়ের পর বেরিয়ে পরে গোপন কারাগার, গণকবর, নির্যাতনের নানান আয়োজন। লুকিয়ে রাখা অর্থনৈতিক দুর্দশা, নীতি-নৈতিকতার অবক্ষয়, সামাজিক বিশৃঙ্খলা, মানুষের আত্মপরতা, জিঘাংসা সব সব একযোগে বেরিয়ে এসে অরাজক এক দিশেহারা পরিস্থিতিতে ফেলে দেয় রাষ্ট্রজনদের।

এই কথাগুলো ইতিহাসের প্রামাণ্য শিক্ষা। অস্বীকারের জো নাই কোনো। খেয়াল করে দেখুন, আপনিও জানেন এই সত্য। তারপরও কিছু মানুষ ইতিহাসের শিক্ষাকে গোপন করে, আত্মশ্লাঘায়, অলীক সব কল্পনায় মানুষের জীবনকে, সম্ভবত সকল সৃষ্টিকেই বিপদগ্রস্ত করে ফেলে। অথচ আপনি আপনার জানাকে আড়ালে রেখে বিশ্বাস করতে চান, একনায়কের অলীক কথামালায়। আর আপনি আশা করতে থাকেন, একটা ক্ষমতাচোর বা ক্ষমতাডাকাত স্বৈরাচার আপনার জন্য, আপনার সন্তানদের জন্য ভাল কিছু হয়তো করবেন! হায়, আপনার এবং আপনাদের-আমাদের সকলের জন্য নিশ্চিতভাবেই অপেক্ষা করছে ভয়ঙ্কর এক আগামী! 

লেখক: সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়