শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০১:২৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দা সাজিয়া আফরিন: পুরুষ বাঁচে নারীর শ্রমের ওপর

সৈয়দা সাজিয়া আফরিন: মেয়েরা একাধিক প্রেম করলে, হালালভাবে একাধিক বিয়ে করলে ব্যাপারটা খুব খারাপ। মানে ঠিক বেশ্যা না, তবে অনেকটা বেশ্যা সমতুল্য। এটা পুরুষরা করবে। পুরুষ রাজা আর নারী প্রজা। রাজার অভ্যাস প্রজা নিতে পারেন না। ফারজানা ব্রাউনিয়ার ৪ বিয়ে হালাল, রাষ্ট্রীয় আইনে বৈধ, সমাজে স্বীকৃত। তবু তার ব্যক্তিগত ফোনালাপ এক্সপোজ করেছে আত্মঅহমে ভোগা পুরুষ। পুরুষ যা করে নারী তা কখনোই করতে পারবে না। নারী উঠতে পারবে না পুরুষের পর্যায়ে। এটাই তারা ধার্য করে। যদিও ফারজানার ফোনালাপ শোনার পর ওকে আরও বেশি আকর্ষণীয় লাগছে আমার। বাঘ একটা। প্রেম একটা। এই মেয়ে তো জাতীয় ক্রাশ হওয়ার কথা। ফারজানা ব্রাউনিয়াকে খারাপ বলা, চার বিয়ে দেখানো  তার গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করতে করা হয়েছে। মেয়েদের ক্রেডিবিলিটি নষ্ট করা তাদের জন্য অতি একটা গুরুত্বপূর্ণ কাজ। মেয়েরা একটা বিয়েতে জীবন পার করলে, হতাশ হতাশ, ভীতু ভীতু, নরম নরম, কাঁদো কাঁদো থাকলেই তাদের সুবিধে। কারণ পুরুষ বাঁচে নারীর শ্রমের উপর।

আবার মেয়েরা যখন একই সময়ে দুই চারটা প্রেম, দুই চাইরটা বিয়ে করে? সে শুধু খারাপ নয় সরাসরি বেশ্যা। তামিমার বিতর্কিত বিয়ে, ৬ প্রেমিক রাখা মেয়ে ওরা তো পুরুষদের রীতিমতো চান্দি খারাপ করে দিসে। আত্মবিশ্বাস চূর্ণ করে দিসে। এবারে যেই নীতিবাক্যটা খুব  চলেছে সেটা হলো নারী করলেও পুরুষ করলেও ‘না জানিয়ে বহুগামিতা’ খারাপ। মানে এই ঘটনায় পুরুষ নারীর পর্যায়ে নেমে আসতে রাজি হয়েছে। এই রাজি হওয়াতেই বোঝা যায় মেয়েরা ভয়টা খাওয়াইতে পারছে। ‘বহুগামিতা খারাপ’- নীতিবাক্যর তলায় অদৃশ্য বাক্যটা হলো ‘নারীর বহুগামিতা খারাপ’। পুরুষ করবে ধর্মীয় বিধানে থাকলেও না থাকলেও। পুরুষের প্রয়োজনকে মাথায় রেখেই এসব কানুন। নারী যদি আইনসম্মতও হয়, তবু দু’চারটে বিয়ে বা প্রেম করতে পারবে না। একইসাথে তো দু’চারজন তো প্রশ্নই আসে না। 

এজন্যই [১] নারীর কয়েক বিয়ের অভিযোগে আমার রেসপন্স হলো, কেন নারীর বিয়ের শখ থাকতে পারে না। ধরেন কোনো কারণ নেই। একটু শখ হইসে। এজন্যও হালাল তরিকায় বারবার ডিভোর্স দিয়ে নারী যতো ইচ্ছে বিয়ে করতে পারে। [২] নারীর একসাথে কয়েক প্রেম বা, স্বামী রেখে পরকীয়ায় আমার রেস্পন্সÑ নিশ্চয়ই ঠিকমতো দায়িত্ব পালন করেননি। ভালোবেসে ধরে রাখতে পারেননি। প্রেম দিয়ে মায়া দিয়ে। এজন্যই আপনার সাথে চিট করছে। অপয়া পুরুষ কোথাকার। এই দুই নীতি মানি না এবং আমি নারীদের ওই এক্সেপ্টিবিলিটি ও ওই প্রশ্রয় দিতে চাই, যা পুরুষ এতোকাল পেয়ে এসেছে। মেয়েরা প্রচুর ভুল করুক, ভুল করে করে একদিন ঠিক করুক। ধরেন পুরা গ্যলারিতে একাই হাত তালি দিচ্ছি। সেটা জেনেও, দেখেও দেবো। মানে দেবোই। আমি ডিসাইড করেই আসছি। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়