শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২২, ০১:৫৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২২, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঙালীর বিষাদ-নায়ক: নবাব সিরাজ ও প্রেসিডেণ্ট মুজিব

মাসুদ রানা: বাঙালী জাতির  ইতিহাসে দুই নায়ক - নবাব সিরাজউদ্দৌলা ও প্রেসিডেণ্ট শেখ মুজিবুর রহমান! উভয়ই বিষাদ-নায়ক, তাঁদের করুণ পরিণতির জন্যে। নবাব সিরাজ ও প্রেসিডেণ্ট মুজিবের মধ্যে বেশ সাদৃশ্য লক্ষ করা যায়। উভয়েরই পূর্বপুরুষ বহিরাগত, কিন্তু উভয়ই বাংলার জন্যে নিবেদিত বাঙালীত্বের প্রবাদ-পুরুষ। উভয়ই বাংলাকে বিদেশী কর্তৃত্ব ও শোষণো থেকে মুক্তির প্রয়াসে আজীবন লড়েছেন তাঁদের বিশ্বাস ও পদ্ধতি অনুসারে। এবং, উভয় ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ হারান বিশ্বাসঘাতকের হাতে। নবার সিরাজউদ্দৌলা ও প্রেসিডেণ্ট শেখ মুজিবুর রহমান উভয়েরই ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সমালোচিত হন, কিন্তু উভয়কেই বাঙালী ভালোবাসে। ইতিহাসের কোনো পর্যায়ে কোনো দেশে কোনো জাতির নায়কেরাই সম্পূর্ণ নির্দোষ হয় না। দোষে-গুণেই তাঁরা মানুষ।

 নবার সিরাজ ও প্রেসিডেণ্ট শেখ মুজিবের যতোই সমালোচনা থাকুক না কেনো, এঁরাই বাঙালী জাতির বীর দুই পুত্র, যাঁরা বাংলার - একান্তই বাংলার - স্বাধীনতা ও স্বাতন্ত্র্যের জন্যে আত্মনিয়োজিত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের নিহত। তাঁরাই বাঙালীর নায়ক, যাঁদের কোনো প্রতিস্থাপন নেই! 

সুভাষ চন্দ্র বসুও বাঙালীর বিষাদ-নায়ক, কিন্তু তিনি বাংলার স্বাধীনতা ও স্বাতন্ত্র্যের জন্যে নয়, বরং হিন্দুস্থানের স্বাধীনতার জন্যে প্রাণ দিয়েছেন। ফলে, তিনি বাঙালীর চেয়েও বেশি হিন্দুস্থানী নায়ক, যদিও বাঙালী তাঁকে নেতাজি বলে সম্বোধন করে। এখানে একটি পরম্পরা লক্ষণীয় যে, সুভাষচন্দ্র বসু নবাব সিরাজউদ্দৌলাকে দারুণ শ্রদ্ধা করতেন। তিনি নবাব সিরাজুদ্দৌলার নামে আরোপিত কলকাতার ফৌর্ট উইলিয়ামে (দূর্গে) অন্ধকূপে ইংরেজ হত্যার মিথ্যা কলঙ্কের স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েছিলেন। প্রেসিডেণ্ট শেখ মুজিবুর রহমান সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা করতেন এবং নেতাজি বলেই সম্বোধন করতেন। লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়