শিরোনাম
◈ ‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াত আমির ◈ হাসপাতালে ইসরাইলি হামলা: গাজার রোগীদের মুখে গা শিউরে ওঠার মতো বর্ণনা  ◈ রাজনৈতিক দখল, আধিপত্য ঘিরে বাংলাদেশে বাড়ছে সংঘাত-সংঘর্ষ ◈ প্রধান উপদেষ্টা রসিকতা করে বলেন, তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে জোগাড় করলে ◈ ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে মে মা‌সে বাংলাদেশে  আসছে দক্ষিণ আফ্রিকা ◈ এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি, দেখব বলে আশাও করিনি: শাওন ◈ এশিয়ার ৩ দেশ সফরে বের হয়েছেন শি জিনপিং ◈ জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুকে আইডি ও পেজ! ◈ বিনিয়োগ সম্মেলন নিয়ে পেছনের গল্প জানালেন আশিক চৌধুরী! ◈ পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আর কেউ আসে নাই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম।

তিনি বলেন, ‘আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই’। 

অস্ট্রেলিয়া প্রবাসী এই লেখক বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। 

ফেসবুকে দেওয়া তার পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘অনেকেই বলছেন, জিয়ার (প্রেসিডেন্ট জিয়াউর রহমান) পর সবচেয়ে বড় স্টেটসম্যান হলেন ড. ইউনূস। টু আর্লি টু সে। এতো দ্রুত কনক্লুশানে আসা সম্ভব না। ইউনূস সাহেব অবশ্যই ভীষণ গুণী মানুষ। তবে দুজনের মধ্যে বড় একটা মিল আছে। হিস্টোরিক কো-ইন্সিডেন্স। দুজনই আওয়ামী লীগকে ফেইস না করার সুযোগ পেয়েছেন। আল্লাহর রহমত বলতে পারেন’। 

‘আওয়ামী লীগ কার্যকর না থাকলে একজন নেতার মহান স্টেটসম্যান হওয়ার সুযোগ তৈরি হয়। এটাই বাংলাদেশের বাস্তবতা।  খালেদা জিয়া এই সুযোগটা পান নাই। আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই। 

ওনার মতো দুর্ভাগা মানুষও আমি জীবনে দেখি নাই। কোনো জায়গায় ভাগ্য ওনাকে সাহায্য করে নাই। জীবনে প্রায় কিছুই উনি মুফতে পান নাই।’

উল্লেখ্য, বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে-জামাই। তিনি দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়