শিরোনাম
◈ ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট ◈ জাতীয় নাগরিক পার্টির নেতারা কে কোন আসন থেকে লড়তে পারেন ◈ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে থাকবে : ডিবি প্রধান  ◈ একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা  ◈ অস্ট্রেলিয়ায় ঈদ ৩১ মার্চ ◈ মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, খোলা আকাশের নীচে বহু মানুষ ◈ ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নগ্ন ছবি-ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে প্রেমিকের টাকা দাবি, প্রেমিক গ্রেফতার ◈ বাংলাদেশেও ৭ মাত্রার ভূমিকম্পের শঙ্কা, সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান ◈ চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা, কমছে বাংলাদেশিদের চিকিৎসা ব্যয়

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সারজিসের বিশাল গাড়িবহর নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

সম্প্রতি পঞ্চগড়ে সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। এবার সেই আলোচনার অংশ নিলেন বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। 

বুধবার (২৬ মার্চ) নিজের ফেসবুক থেকে দেয়া এক স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য বলেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কী শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে, আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৯৫% মানুষের প্রাইভেট গাড়ি নাই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি, তাহলে আমি সেই ৫% এর প্রতিনিধি। আমি সেই ৫% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করবো? তাদের স্বার্থের রাজনীতি করবো, তার বাইরে না। হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করবো।

পিনাকী বলেন, আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমুলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি। লড়াইকে অভিবাদন করেনি। লড়াইকে অভিবাদন করেছিলো এক রিকশাওয়ালা। রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিল। সারা দেশ আপ্লুত হয়েছিলো সেই ছবি দেখে।

তিনি আরও বলেন, আমি সারজিস হলে ওই রিকশাওয়ালাকে নিয়ে শো-ডাউন করতাম। উনাকে ওই স্যালুট দেয়া অবস্থায় রিকশায় দাড় করিয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা কী কাব্যিক মহাপ্রবেশ হতো সারজিসের রাজনীতিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়