শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সারজিসের বিশাল গাড়িবহর নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

সম্প্রতি পঞ্চগড়ে সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। এবার সেই আলোচনার অংশ নিলেন বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। 

বুধবার (২৬ মার্চ) নিজের ফেসবুক থেকে দেয়া এক স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য বলেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কী শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে, আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৯৫% মানুষের প্রাইভেট গাড়ি নাই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি, তাহলে আমি সেই ৫% এর প্রতিনিধি। আমি সেই ৫% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করবো? তাদের স্বার্থের রাজনীতি করবো, তার বাইরে না। হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করবো।

পিনাকী বলেন, আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমুলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি। লড়াইকে অভিবাদন করেনি। লড়াইকে অভিবাদন করেছিলো এক রিকশাওয়ালা। রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিল। সারা দেশ আপ্লুত হয়েছিলো সেই ছবি দেখে।

তিনি আরও বলেন, আমি সারজিস হলে ওই রিকশাওয়ালাকে নিয়ে শো-ডাউন করতাম। উনাকে ওই স্যালুট দেয়া অবস্থায় রিকশায় দাড় করিয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা কী কাব্যিক মহাপ্রবেশ হতো সারজিসের রাজনীতিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়