শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

কঠোর পরিশ্রম, হার না মানার মানসিকতা, ক্রিকেটের প্রতি আত্মনিবেদন তাকে করেছে ব্যতিক্রম। বাংলাদেশের ক্রিকেটে পরিশ্রমী ক্রিকেটারের প্রসঙ্গ আসলেই এক বাক্যে সবাই বলে ওঠেন মুশফিকুর রহিমের নাম। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনিতে মুশফিক বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের কাছে হয়ে থাকবেন এক আদর্শের নাম। যা মুশফিকের বিদায় বেলায় আরও একবার মনে করিয়ে দিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর বুধবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। অবসর বলার আগে ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাবেক এই অধিনায়ক। যেখানে তার রান ৭৭৯৫। দেশের হয়ে তামিম ইকবালের পর এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৮ বছর ২০২ দিনের ক্যারিয়ারে বহু চড়াই-উতরাই দেখতে হয়েছে মুশফিককে। কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছেন মুশফিক সেটাই উঠে এসেছে মাশরাফির পোস্টে।

মুশফিকের কঠোর পরিশ্রম নিয়ে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

ওয়ানডের আগে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়ায় মুশফিক এখন কেবলই টেস্ট ক্রিকেটার। তাই এই ফরম্যাটে মুশফিককে শুভকামনা জানিয়েছেন মাশরাফি, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…’

  • সর্বশেষ
  • জনপ্রিয়