কাউকে ম্যানেজ না করে চলা এই সরকারের ব্যর্থতা বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, ‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। আওয়ামী পূনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাংক্ষা। কোনটাকেই এই সরকার এখন অব্দি প্রশ্রয় দেয় নি। ফলে ভেতর-বাহির থেকে অসহযোগিতা তো আছেই।’
তিনি আরও লেখেন, ‘সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধন কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।’