শিরোনাম
◈ রগ,হাত-পা কাটা, জামায়েত ইসলামের কোন নীতি নেই :আ্যডভোকেট পাপিয়া (ভিডিও) ◈ ভারতীয় ধর্ম গুরুর ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হারবে ভারত ◈ রাতের ভোটের কারিগরদের বিষয়ে হার্ডলাইনে সরকার ◈ বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: মামলার এজাহারে যা বলা আছে ◈ ডাকাত ও ছিনতাইকারীর কবলে অসহায় জীবন ◈ বিকেলে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি ◈ শহীদ মিনার ভাঙার ভিডিও ভাইরাল, যা জানা গেল (ভিডিও) ◈ মাঠে নেমেছে চীন - তিস্তা নিয়ে ভারতের দাদাগিরি যেভাবে শেষ হচ্ছে ◈ বাংলাদেশ-ভারত ম্যাচ সম্প্রচারের সময় পাকিস্তানের নাম বাদ, আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি ◈ সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টারে কইয়া দিবো যে এই মাল্ডা আমার কাছে তদবির কর্ছে: পিনাকী ভট্টাচার্য

বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, ট্রান্সফার, পোষ্টিং, প্রমোশন নিয়ে তদবির করা আমার কাজ না। যদি কেউ তদবির করতে আসেন বঞ্চনার কথা বইলা তাইলে কলে ভাই খবর আছে আপনার। আমি স্ট্রেইট সংশ্লিষ্ট উপদেষ্টারে কইয়া দিবো যে এই মাল্ডা আমার কাছে তদবির কর্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পিনাকী তার পোস্টে লিখেন, আমার প্রথম প্রায়োরিটি আহত আর শহীদ পরিবারের পুনর্বাসন। আমি জানতাম আমার ব্যক্তিগত সামর্থ্য না থাকলেও সমাজের স্বতঃস্ফূর্ত সমর্থন আর সাপোর্ট পাবো। আমাকে এখন আর বলতে হয়না, অনেকেই আমার কাছে এসে বলছেন আমি শহীদ পরিবারের দায়িত্ব নিতে চাই। এইভাবে এর মধ্যেই দশজনের বেশী শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছে কেউ না কেউ। আমি মাঝখানে থেকে মেডিয়েট করেছি। জুলাই ফাউন্ডেশন চাইলে আমাকে জানাতে পারে এক দুইজন করে। আমি আশা করি ব্যবস্থা করতে পারবো।

গতকাল বাংলাদেশের এক হস্তশিল্প উদ্যোক্তা দেখা করেছেন আমার সাথে প্যারিসে। উনি শহীদ পরিবারের পাচজনকে উনার পাচ কারখানায় স্থায়ী চাকরি দিতে চান। পাচ কারখানা হচ্ছে, পুবাইল গাজীপুর, পাবনা ঈশরদী, শেরপুর বগুড়া, রংপুর দিনাজপুর, ময়মনসিংহ ফুলবাড়িয়া। এই জায়গার আশেপাশের শহীদ পরিবার হলে ভালো হয়। আমার তরফ থেকে আসল শহীদ পরিবার খুঁজে ভ্যালিডেট করা মুশকিল। জুলাই ফাউন্ডেশন থেকে একটা রিকমেন্ডেশন আনলে বা আমার সাথে জুলাই ফাউন্ডেশনের কেউ যোগাযোগ করিয়ে দিলে আমি রেফার করে দিতাম। ১৭-৬০ বছর বয়সী কর্মী লাগবে, লেখাপড়া না জানা থাকলেও ক্ষতি নেই। সুস্থ আর কর্মক্ষম হতে হবে।

তিনি লিখেন, আমার অন্য প্রায়োরিটির মধ্যে আছে সরকারকে সাহায্য করা, রাষ্ট্রকে গড়ে তোলার জন্য ভুমিকা রাখা, দুর্বলকে প্রটেক্ট করা, এই অস্থির সময়ে যারা বিপ্লবকে বেচে ধান্দাবাজি করতেছে তাদের রুখে দেয়া, ফ্যাসিস্টদের দৌড়ের উপরে রাখা, অর্থনীতিকে গতিশীল রাখতে সাহায্য করা। কিন্তু কোন অবস্থাতেই আমি তদবির করিনা ভাই।

পিনাকী আরও লিখেন, ট্রান্সফার, পোষ্টিং, প্রমোশন নিয়ে তদবির করা আমার কাজ না। যদি কেউ তদবির করতে আসেন বঞ্চনার কথা বইলা তাইলে কলে ভাই খবর আছে আপনার। আমি স্ট্রেইট সংশ্লিষ্ট উপদেষ্টারে কইয়া দিবো যে এই মাল্ডা আমার কাছে তদবির কর্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়