শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টারে কইয়া দিবো যে এই মাল্ডা আমার কাছে তদবির কর্ছে: পিনাকী ভট্টাচার্য

বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, ট্রান্সফার, পোষ্টিং, প্রমোশন নিয়ে তদবির করা আমার কাজ না। যদি কেউ তদবির করতে আসেন বঞ্চনার কথা বইলা তাইলে কলে ভাই খবর আছে আপনার। আমি স্ট্রেইট সংশ্লিষ্ট উপদেষ্টারে কইয়া দিবো যে এই মাল্ডা আমার কাছে তদবির কর্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পিনাকী তার পোস্টে লিখেন, আমার প্রথম প্রায়োরিটি আহত আর শহীদ পরিবারের পুনর্বাসন। আমি জানতাম আমার ব্যক্তিগত সামর্থ্য না থাকলেও সমাজের স্বতঃস্ফূর্ত সমর্থন আর সাপোর্ট পাবো। আমাকে এখন আর বলতে হয়না, অনেকেই আমার কাছে এসে বলছেন আমি শহীদ পরিবারের দায়িত্ব নিতে চাই। এইভাবে এর মধ্যেই দশজনের বেশী শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছে কেউ না কেউ। আমি মাঝখানে থেকে মেডিয়েট করেছি। জুলাই ফাউন্ডেশন চাইলে আমাকে জানাতে পারে এক দুইজন করে। আমি আশা করি ব্যবস্থা করতে পারবো।

গতকাল বাংলাদেশের এক হস্তশিল্প উদ্যোক্তা দেখা করেছেন আমার সাথে প্যারিসে। উনি শহীদ পরিবারের পাচজনকে উনার পাচ কারখানায় স্থায়ী চাকরি দিতে চান। পাচ কারখানা হচ্ছে, পুবাইল গাজীপুর, পাবনা ঈশরদী, শেরপুর বগুড়া, রংপুর দিনাজপুর, ময়মনসিংহ ফুলবাড়িয়া। এই জায়গার আশেপাশের শহীদ পরিবার হলে ভালো হয়। আমার তরফ থেকে আসল শহীদ পরিবার খুঁজে ভ্যালিডেট করা মুশকিল। জুলাই ফাউন্ডেশন থেকে একটা রিকমেন্ডেশন আনলে বা আমার সাথে জুলাই ফাউন্ডেশনের কেউ যোগাযোগ করিয়ে দিলে আমি রেফার করে দিতাম। ১৭-৬০ বছর বয়সী কর্মী লাগবে, লেখাপড়া না জানা থাকলেও ক্ষতি নেই। সুস্থ আর কর্মক্ষম হতে হবে।

তিনি লিখেন, আমার অন্য প্রায়োরিটির মধ্যে আছে সরকারকে সাহায্য করা, রাষ্ট্রকে গড়ে তোলার জন্য ভুমিকা রাখা, দুর্বলকে প্রটেক্ট করা, এই অস্থির সময়ে যারা বিপ্লবকে বেচে ধান্দাবাজি করতেছে তাদের রুখে দেয়া, ফ্যাসিস্টদের দৌড়ের উপরে রাখা, অর্থনীতিকে গতিশীল রাখতে সাহায্য করা। কিন্তু কোন অবস্থাতেই আমি তদবির করিনা ভাই।

পিনাকী আরও লিখেন, ট্রান্সফার, পোষ্টিং, প্রমোশন নিয়ে তদবির করা আমার কাজ না। যদি কেউ তদবির করতে আসেন বঞ্চনার কথা বইলা তাইলে কলে ভাই খবর আছে আপনার। আমি স্ট্রেইট সংশ্লিষ্ট উপদেষ্টারে কইয়া দিবো যে এই মাল্ডা আমার কাছে তদবির কর্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়