শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদিস পোস্ট দিয়ে যে বার্তা দিলেন ড. মুহাম্মদ জাফর ইকবাল

দেশের আলোচিত লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ জাফর ইকবাল গতকাল (১১ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি হাদিস উদ্ধৃত করে বর্তমান পরিস্থিতি নিয়ে তার আক্ষেপ প্রকাশ করেন।

জাফর ইকবাল তার পোস্টে সহিহ মুসলিম হাদিস গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লেখেন, “একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু করবে সবচেয়ে ঘৃণ্য কাজ। তারা এত বেশি ধর্ম পালন করবে, যার কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ কিছুই বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ নিয়ে আওড়াবে। আর এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট।” তিনি উল্লেখ করেন, এই হাদিস সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডের ৪০৭ নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে।

জাফর ইকবাল এ পোস্টের মাধ্যমে সম্প্রতি অমর একুশে বইমেলায় সংঘটিত একটি সহিংসতার ঘটনার প্রতি ইঙ্গিত করেন। সহিংসতার ঘটনা জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঘটে, যা পরে একটি ভারতীয় সংবাদমাধ্যম ভুলভাবে "জঙ্গি হামলা" হিসেবে প্রচার করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ড. জাফর ইকবাল এ আক্ষেপ প্রকাশ করেন।

তার পোস্টে বর্তমান প্রজন্মের একটি অংশের প্রতি হতাশা এবং সমাজে ধর্মের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ পায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়